আদ্দিস আবাবা লাইট রেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদ্দিস আবাবা লাইট রেল
স্টেশনে লাইট রেল
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়ইথিওপিয়া সরকার
অবস্থানআদ্দিস আবাবা,ইথিওপিয়া
পরিবহনের ধরনদ্রুত পরিবহন
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৩৯
দৈনিক যাত্রীসংখ্যা২০০০০০[১]
চলাচল
চালুর তারিখ২০ সেপ্টেম্বর ২০১৫
পরিচালক সংস্থাইথিওপিয়ান রেলওয়ে কর্পোরেশন
শেনজেন মেট্রো গ্রুপ
একক গাড়ির সংখ্যা৪১
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৩১.৬ কিলোমিটার (১৯.৬ মা)
রেলপথের গেজ১,৪৩৫ মিলিমিটার (৫৬.৫ ইঞ্চি)
বিদ্যুতায়ন৭৫০ ডিসি ভোল্ট [২] (ওভারহেট বিদ্যুৎ)
গড় গতিবেগ৩৩ কিলোমিটার (২১ মা)
শীর্ষ গতিবেগ৭০ কিলোমিটার (৪৩ মা)
গণপরিবহন ব্যবস্থার মানচিত্র

আদ্দিস আবাবা লাইট রেল হল ইথিওপিয়া এর বৃহত্তম শহর ও রাজধানী আদ্দিস আবাবা এর একটি দ্রুত পরিবহন ব্যবস্থা।এটি সাব-সাহারা অঞ্চলের প্রথম লাইট রেল ব্যবস্থা।এটি নির্মাণে চিন সরকার সহোযোগিতা করেছে।এই ব্যবস্থায় মোট দুটি রেলপথ রয়েছে।

নির্মাণ[সম্পাদনা]

আদ্দিস আবাবা লাইট রেল এর নির্মিান করেছে চিন এর সংস্থা।এটি এর নির্মাণ ২০১৫ সালের সেপ্টেম্বরে।এর পর ২০১৫ সালের নভেম্বরে এর দ্বিতীয় লাইন নির্মাণ শেষ হয়।এটি মোট ৩১ কিলোমিটার রেলপথ নিয়ে গঠিত।

প্রযুক্তি ও অর্থ সহযোগিতা[সম্পাদনা]

চীনা ঋণ সহায়তা ও প্রযুক্তিতে আফ্রিকার মাটিতে প্রথম লাইট রেলওয়ে ট্রানজিট (এলআরটি) চালু ইয় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়। ৪৭ কোটি ৫০ লক্ষ আমেরিকান ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না রেলওয়ে গ্রুপ। রবিবার ২১ সেপ্টেম্বর এলআরটি লাইনটি উদ্বোধনের পর জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ইথিওপিয়ার পরিবহনমন্ত্রী ওয়ার্কনেহ গেবেইয়েনহু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ৩৪ কিলোমিটার দীর্ঘ এই এলআরটি লাইনে প্রতিদিন ৬০,০০০ যাত্রি পরিবহন করা যাবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Expansion of LRT will commence in 2016"capitalethiopia.com 
  2. "A Bridge Too Far"addisfortune.net