আদেল মান্না

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডক্টর আদেল মান্না (জন্ম ২০ অক্টোবর, ১৯৪৭) একজন ফিলিস্তিনি ইতিহাসবিদ, যিনি উসমানীয় আমলে এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফিলিস্তিনে বিশেষজ্ঞ ইসরায়েলি নাগরিকত্ব নিয়েছিলেন। তিনি বেইট বার্ল কলেজে আরব শিক্ষক প্রশিক্ষণের একাডেমিক ইনস্টিটিউটের পরিচালক ছিলেন, [১] এবং ভ্যান লিয়ার জেরুজালেম ইনস্টিটিউটে ইসরায়েলের আরব সোসাইটির বিভাগের প্রধান ছিলেন। [২] আদেল মান্না মাজদ আল-ক্রুমে জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dr. Adel Manna"। ২০১১-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১৬ 
  2. Nahmias, Roee (২৪ এপ্রিল ২০০৭)। "'Stop treating Arab citizens like enemies'"Ynetnews