বিষয়বস্তুতে চলুন

আতাউর রহমান খান কায়সার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আতাউর রহমান খান
জন্ম
আতাউর রহমান খান কায়সার

৭ সেপ্টেম্বর ১৯৪০
মৃত্যু৯ অক্টোবর ২০১০
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষাস্নাতকোত্তর (রাষ্ট্রবিজ্ঞান)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ
সন্তানওয়াসিকা আয়শা খান (কন্যা)

আতাউর রহমান খান কায়সার (৭ সেপ্টেম্বর ১৯৪০ - ৯ অক্টোবর ২০১০)[] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও কূটনীতিবিদ।[] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কায়সার ছিলেন পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম প্রতিনিধি।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আতাউর রহমান ১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর তত্কালীণ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমানঃ বাংলাদেশ) চট্টগ্রাম জেলার আনোয়ারার বারখাইন গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার মেয়ে ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের একজন সদস্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

১৯৬৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৬৯ সালে চট্টগ্রামের রাজনীতিবিদ এম এ আজিজের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। তিনি ১৯৭০ সালে আনোয়ারা-বাঁশখালী-কুতুবদিয়া আসন থেকে এমএনএ নির্বাচিত হন।[] তিনি ১৯৯২, ১৯৯৭, ২০০২ ও ২০০৯ সালে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।[] বাংলাদেশের স্বাধীনতার পর তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন ও পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার তাকে প্রথমে রাশিয়ায় এবং পরে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করে। তিনি ২০০২ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদ এর প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন।

মৃত্যু

[সম্পাদনা]

২০১০ সালের ২৮ আগস্ট কক্সবাজারে ওসমান সরোয়ার আলম চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে চট্টগ্রাম ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। কয়েকদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি তাকে ঢাকায় এনে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ৩ অক্টোবর তাকে আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ২০১০ সালের ৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আ'লীগ নেতা আতাউর রহমান খান কায়সার আর নেই"বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ৯ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ 
  2. "কাল আতাউর রহমান খান কায়সারের ৭ম মৃত্যুবার্ষিকী"দৈনিক কালেরকন্ঠ অনলাইন। ৮ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ 
  3. "আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী আজ"দৈনিক ইত্তেফাক অনলাইন। ৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ 
  4. "চট্টগ্রামে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ছয় নারী"দৈনিক সমকাল অনলাইন। ২১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "আওয়ামী লীগ : ১৯৪৯-২০১৬ কেন্দ্রীয় নেতাদের তালিকা"উত্তরণ নিউজ.নেট অনলাইন। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "আ'লীগ নেতা আতাউর রহমান খান কায়সার আর নেই"banglanews24.com। ১০ অক্টোবর ২০১০। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]