আটরা গিলাতলা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫৪′৫২.৬″ উত্তর ৮৯°৩০′১০.৪″ পূর্ব / ২২.৯১৪৬১১° উত্তর ৮৯.৫০২৮৮৯° পূর্ব / 22.914611; 89.502889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আটরা গিলাতলা ইউনিয়ন, ফুলতলা থেকে পুনর্নির্দেশিত)
আটরা গিলাতলা ইউনিয়ন
ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
আটরা গিলাতলা ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
আটরা গিলাতলা ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন
বাংলাদেশে আটরা গিলাতলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৪′৫২.৬″ উত্তর ৮৯°৩০′১০.৪″ পূর্ব / ২২.৯১৪৬১১° উত্তর ৮৯.৫০২৮৮৯° পূর্ব / 22.914611; 89.502889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাফুলতলা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • শাসকইউপি সচিব সুরাইয়া পারভীন
 • চেয়ারম্যানশেখ মনিরুল ইসলাম
জনসংখ্যা (২০১০ ভোটার তালিকা অনুযায়ী)
 • মোট৬১,৩৪৫
সাক্ষরতার হার
 • মোট৮৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯২০৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আটরা গিলাতলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

আটরা গিলাতলা ইউনিয়ন খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত। এটি ফুলতলা উপজেলা হতে দক্ষিণ দিকে অবস্থিত। আটরা গিলাতলা ইউনিয়নের উত্তরে দামোদার ইউপি, পুর্বে ভৈরব নদী, দক্ষিণে খুলনা সিটি করপারেশনের এর ১ নং ওয়ার্ড এবং যোগীপোল ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে বিল ডাকাতিয়া। এই ইউনিয়নের আয়তন ১৯.৫৪ বর্গ কিলোমিটার। মোট জমির পরিমান ৪৮৩০,৪৮ হেক্টর।

চেয়ারম্যান ও ইউপি সচিব[সম্পাদনা]

চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম
ইউপি সচিব সুরাইয়া পারভীন

জনসংখ্যা ও ভোটার সংখ্যা[সম্পাদনা]

২০১০ সালের ভোটার তালিকা অনুযায়ী ইউনিয়নের মোট জনসংখ্যা,

জনসংখ্যা ভোটার
পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট
৩১১৯১ ৩০১৫৪ ৬১৩৪৫ ১৬৫৯১ ১৫৪৮৬ ৩২০৭৭

গ্রাম[সম্পাদনা]

অত্র আটরা গিলাতলা ইউনিয়নে মোট  আটটি গ্রাম আছে, গ্রামগুলি  অনেক সুন্দর ও মনোরম।

নং গ্রামের নাম
পাড়িয়ারডাঙ্গা
মোশিয়ালী
গাবতলা
আটরা
মাত্তমডাঙ্গা
গিলাতলা
শিরোমনি
ডাকাতিয়া

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের সংখ্যা মোটঃ ৬ টি

নং হাট-বাজারের নাম
পথের বাজার
ইস্টার্নগেট বাজার
আফিল গেট বাজার
গ্যারিশন বাজার
গিলাতলা বাজার
শিরোমণি বাজার

খাল ও নদী[সম্পাদনা]

অত্র আটরা গিলাতলা ইউনিয়নে ভৈরব নদী অবস্থিত। নদীতে জেলে সম্প্রদায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে ও যোগাযোগের জন্য লঞ্চ, স্টিমার ও কার্গো জাহাজ চলাচল করে। নদী ছাড়া ইউনিয়নে বেশকিছু খাল রয়েছে। যে সকল খাল সমূহ অত্র ইউনিয়নে আছে,

  • নোনা খোলা খাল
  • বালিয়া খাল
  • সয়ালের খাল

দর্শনীয় স্থান[সম্পাদনা]

আটরা গিলাতলা ইউনিয়নে অনেক দশর্নীয় স্থান আছে। যার মধ্যে খুলনার বৃহত্তম জাহানাবাদ সেনানিবাস, বনবিলাস চিড়িয়াখানা, বৃহত্তম জাহানাবাদ সেনানিবাস শিশুপার্ক অন্যতম। পুলিশ ফায়ারিং রেঞ্জ , বিএনসিসি ক্যাম্প। এছাড়াও আছে ভৈরব নদী, বাইপাস সড়ক ও বিল-ডাকাতিয়া

শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

মহাবিদ্যালয়[সম্পাদনা]

  • ক্যান্টমেন্ট পাবলিক কলেজ
  • খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়
  • মেট্রো টেকনিক্যাল ও বিএম কলেজ

উচ্চমাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]

  • গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৮ সালে স্থাপিত
  • ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল ১৯৮৬ সালে স্থাপিত
  • আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় ১৯৪২ ইং সালে স্থাপিত
  • শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৬ সালে স্থাপিত
  • মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় ১৯৮৮ সালে স্থাপিত
  • আলীম ইষ্টার্ন মাধ্যমিক কিদ্যালয় ১‌৯৮৪ সালে স্থাপিত
  • আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

মাদ্রাসা[সম্পাদনা]

  • মশিয়ালী দারুল উলুম দাখিল মাদ্রাসা
  • শিরোমনি আলীম মাদ্রাসা
  • গিলাতলা আহম্মদিয়া দাখিল মাদ্রাসা
  • শিরোমনি হাফিজিয়া মাদ্রাসা
  • আটরা শামসুল উলুম কওমী মাদ্রাসা
  • গিলাতলা শেখপাড়া বাঃ ফাঃ হাফিজিয়া মাদ্রাসা
  • গিলাতলা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা

চিকিৎসা কেন্দ্র[সম্পাদনা]

  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
  • বিএনএসবি চক্ষু হাসপাতাল
  • লিন্ডা ক্লিনিক

তথ্যসূত্র[সম্পাদনা]