আজীজ চিশতী
অবয়ব
খাজা আজীজ চিশতী | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
মৃত্যু | গহরপুর, সিলেট |
সমাধিস্থল | মাজার-ই-আজীজ চিশতী, নিজ গহরপুর, বালাগঞ্জ |
ধর্ম | সুন্নী ইসলাম |
ক্রম | চিশতিয়া তরিকা |
ঊর্ধ্বতন পদ | |
পদ | শাহ জালাল-এর সঙ্গী |
খাজা আজীজ চিশতী (ফার্সি: خواجه عزيز چشتی) ছিলেন ১৪শ শতাব্দীর একজন সূফি। তিনি ছিলেন শাহ জালাল-এর অন্যতম একজন শাগরেদ।[১] চিশতী সাহেব শাহ জালালের সাথে পরিচিত হয়ে তার সঙ্গে সিলেটে আসেন।[২] ১৩০৩ খ্রীষ্টাব্দে চিশতী সাহেব শাহ জালালের সাথে সিলেটে ইসলামী বিজয়ে অংশগ্রহণ করেন।[৩]
সিলেট বিজয়ের কয়েক বছর বাদে চিশতী সাহেব মৃত্যুবরণ করেন। তাঁর মাজার বালাগঞ্জ উপজেলার নিজ গহরপুর গ্রামে অবস্থিত।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ইছমাঈল, মুহাম্মদ (১ জানু ২০১০)। Hagiology of Sufi saints and the spread of Islam in South Asia। জ্ঞানদা প্রকাশন। পৃষ্ঠা ১৬৪।
- ↑ ইছমাঈল, মুহাম্মদ (১৯৮৯)। "Sufi Saints of Bengal of un-known dates"। Development of Sufism in Bengal (পিডিএফ) (গবেষণাপত্র)। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৩০৩।
- ↑ রশিদ, আহমদ (১৯৭৬)। তাযকেরাতুল আওলিয়া। শিরীন পাবলিকেশনস। পৃষ্ঠা ১৩২–১৩৩।
- ↑ পূর্ব পাকিস্তান জেলা গেজেটিয়ারস: সিলেট। পূর্ব পাকিস্তান সরকার প্রেস। ১৯৭০। পৃষ্ঠা ৪০৪।