আজাদ (১৯৭৮-এর চলচ্চিত্র)
অবয়ব
আজাদ | |
---|---|
পরিচালক | প্রমোদ চক্রবর্তী |
প্রযোজক | প্রমোদ চক্রবর্তী |
রচয়িতা | এহসান রিজভী (সংলাপ) |
চিত্রনাট্যকার | |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | রাহুল দেব বর্মণ |
চিত্রগ্রাহক | ভি.কে. মূর্তি |
সম্পাদক | নরেন্দ্র অরোড়া |
পরিবেশক | প্রমোদ ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹৬ কোটি[১] |
আজাদ প্রমোদ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত ১৯৭৮ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এর চিত্রনাট্য রচনা করেন সচিন ভৌমিক ও গুলশান নন্দা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ধর্মেন্দ্র, হেমা মালিনী ও প্রেম চোপড়া।[২] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন রাহুল দেব বর্মণ। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি সে বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[১]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- ধর্মেন্দ্র - অশোক "আজাদ"
- হেমা মালিনী - রাজকুমারী সীমা
- প্রেম চোপড়া - প্রেম সিং
- সুলোচনা লাটকর - সরলা
- কেষ্ট মুখার্জী - রমেশ শর্মা
- রনধীর - চৌধুরী
- জনকীদাস - দিওয়ানজী
- মাস্টার ভগবান - রাম সিং বাহাদুর
- মোহন চোটি - মোহন সিং
- বীরবল - আজাদের
- বিজু খোটে
- রুহী বের্দে - সীতা
- সোমা আনন্দ - রমেশের বোন
সঙ্গীত
[সম্পাদনা]আজাদ চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেন রাহুল দেব বর্মণ এবং গানের গীত লিখেছেন আনন্দ বকশী।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "জান কি কসম" | কিশোর কুমার, লতা মঙ্গেশকর | |
২. | "কৌন মিল গয়া" | লতা মঙ্গেশকর | |
৩. | "ম্যাঁয় হুঁ তেরি প্রেম দিওয়ানি" | লতা মঙ্গেশকর | |
৪. | "রাজু চল রাজু" | কিশোর কুমার | |
৫. | "ম্যাঁয় লায়লা কা মজুন" | কিশোর কুমার |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Box Office 1978"। বক্স অফিস ইন্ডিয়া। ২০০৯-০২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
- ↑ "Azaad (1978)"। দ্য হিন্দু। ৬ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আজাদ (ইংরেজি)