বিষয়বস্তুতে চলুন

ভারত ছাড়ো আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আগস্ট আন্দোলন থেকে পুনর্নির্দেশিত)
Procession view at Bangalore

ভারত ছাড়ো আন্দোলন (ইংরেজি: Quit India Movement) (আগস্ট আন্দোলন) ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৮ আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল।[] ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে একটি গণপ্রতিবাদ যেটিকে গান্ধী উল্লেখ করেন ব্রিটিশদেরকে "ভারত ছাড়ার" একটি দাবি হিসেবে। ১৯৪২ সালের ৮ আগস্ট গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে তিনি এই উদ্দেশ্যে ভাষণে বলেন "করেঙ্গে ইয়ে মরেঙ্গে" (করব না হয় মরব)। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তা সত্ত্বেও ব্রিটিশ প্রশাসন আন্দোলনকারীদের গ্রেফতার ও দমননীতি চালায়। গান্ধীজীর এই আন্দোলন ঘোষণার সঙ্গে সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম সারির সব কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তীব্রতর হয়। অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং কয়েকটি করদ রাজ্য সেই সময় ব্রিটিশদের সমর্থন করে। সরকারের পক্ষ থেকে জানানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে তবে কংগ্রেসের দাবি নিয়ে আলোচনা করা হতে পারে।[] ১৯৪২ সালের ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন তীব্রতর আকার নেয় বলে এই দিনটিকে ভারতছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি দিবস হিসেবে চিহ্নিত করা হয়।[]

ভারত ছাড়ো আন্দোলনের সময়কার ভিডিও ফুটেজ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.open.ac.uk/researchprojects/makingbritain/content/1942-quit-india-movement
  2. মনোরমা ইয়ারবুক, লেখক-সম্পাদক, শিরোনাম-ভারত ছাড়ো আন্দোলন, প্রকাশক-মালয়ালা মনোরমা, আইএসবিএন=০৯৭৫-২২৫০,বছর=২০১৮ পাতা=৪৭৫
  3. বই উদ্ধৃতি=বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা, লেখক=বেণীমাধব শীল, শিরোনাম=দিন লিপি, প্রকাশক=অক্ষয় লাইব্রেরী, কলকাতা,বছর=১৪৩১ পৃষ্ঠা=১২৭