বিষয়বস্তুতে চলুন

আগরতলা সরকারি মেডিকেল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
নীতিবাক্যService Humanity Devotion
ধরনমেডিক্যাল কলেজ ও হাসপাতাল
স্থাপিত২০০৫
অধ্যক্ষঅধ্যাপক (ডাক্তার)টি কে ভট্টাচার্য
ঠিকানা, ,
অধিভুক্তিত্রিপুরা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটagmc.nic.in
মানচিত্র

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (ইংরেজি: Agartala Government Medical College) আগরতলা সরকারি মেডিকেল কলেজ ত্রিপুরার প্রথম মেডিক্যাল কলেজ।[] সেই সাথে ইহা ত্রিপুরার স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞানের প্রথম কলেজ।এই কলেজটি আগরতলা এয়ারপোর্ট হইতে মাত্র ৮ কিমি দূরে অবস্থিত এবং আগরতলা রেল স্টেশন হইতে ১০ কিমি দুরে কুঞ্জবন এর কাছে অবস্থিত।[]

প্রতিষ্ঠা দিবস

[সম্পাদনা]

১লা আগস্ট ২০০৫ সালে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। প্রতি বছর এই দিন টি যথাযোগ্য সম্মানের সাথে পালন করা হয়।এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

অনুমোদন

[সম্পাদনা]

আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এম সি আই (মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ),স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নয়া দিল্লি,দ্বারা স্বীকৃত ও অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

বিভাগীয় বিষয়

[সম্পাদনা]
কলেজ অডিটোরিয়াম....
  • এনাটমি
  • ফিজিওলোজি
  • বাইওকেমেস্ট্রি
  • প্যাথোলোজি
  • র্ফামাকোলজি
  • মাইক্রবাইওলোজি
  • ফরেন্সিক মেডেসিন এন্ড টক্সিকোলজি
  • ই এন টি
  • অফথালমোলজি
  • কমিউনিটি মেডিসিন
  • মেডিসিন
  • সার্জারী
  • ও এন্ড জি
  • পেডিয়াট্রিক

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আগরতলা সরকারি মেডিকেল কলেজ | পশ্চিম জেলা, ত্রিপুরা সরকার | ভারত"। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৩ 
  2. "Agartala Government Medical College Tripura Government Medical College Agartala Tripura"www.highereducationinindia.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]