আখালেক উর-রহমান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার আখালেক উর-রহমান চৌধুরী ব্রিটিশ হাই কোর্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি।[১][২][৩][৪] যুক্তরাজ্যের রানি প্রদত্ত সর্বোচ্চ সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিপ্রাপ্ত তৃতীয় বাঙালি।

স্যার

আখলাকুর রহমান চৌধুরী
জন্ম২৩ এপ্রিল ১৯৬৭
যুক্তরাজ্য
মাতৃশিক্ষায়তনগ্লাসগো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণনাইট উপাধিপ্রাপ্ত তৃতীয় বাঙালি এবং বৃটিশ হাইকোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি
উপাধিনাইট
পিতা-মাতা
  • আজিজুর রহমান চৌধুরী (বাবা)
  • সুলতানা চৌধুরী (মা)
পুরস্কারব্রিটেনের রাণী কর্তৃক নাইটহুড উপাধি

জন্ম ও পরিবার[সম্পাদনা]

আখালেক উর-রহমান চৌধুরী ১৯৬৭ সালের ২৩ এপ্রিল যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি সিলেটের জকিগঞ্জেে। বাবা প্রয়াত আজিজুর রহমান চৌধুরী, মা সুলতানা চৌধুরী।

শিক্ষা[সম্পাদনা]

১৯৮৮ সালে গ্লাসগো ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক, ১৯৯২ সালে ‘বার অ্যাট ল’ পাশ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

বাণিজ্য, কর্মসংস্থান ও তথ্য আইন বিশেষজ্ঞ আখালেক উর-রহমান চৌধুরী পররাষ্ট্র দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাজস্ব বিভাগসহ যুক্তরাজ্য সরকারের বিভিন্ন বিভাগে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ২০০৯ সালে আখালেক ‘রেকর্ডার’ হিসেবে নিয়োগ পান এবং ২০১৬ সালে তাকে ‘ডেপুটি হাইকোর্ট জজ’ হিসেবে নিয়োগ দেয়া হয়। ২ অক্টোবর ২০১৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কোনো ব্যক্তি হিসেবে যুক্তরাজ্যের হাইকোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান।

খেতাব[সম্পাদনা]

  • কুইন্স কাউন্সেল
  • নাইট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.prothomalo.com/bangladesh/article/1357716/‘নাইটহুড’-উপাধি-পেলেন-আখলাকুর-রহমান-চৌধুরী
  2. "ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত বিচারক আখলাকুর রহমান"মানবজমিন। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৭ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১ 
  4. Team, Samakal Online। "আজকের পত্রিকা । খবর - সমকাল"। ৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৭