বিষয়বস্তুতে চলুন

আখতার হোসেন ভূইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আখতার হোসেন ভূইয়া
বাংলাদেশের প্রতিরক্ষা সচিব
কাজের মেয়াদ
১ জানুয়ারি ২০১৭ – ৩১ ডিসেম্বর ২০১৯
পূর্বসূরীকাজী হাবিবুল আউয়াল
উত্তরসূরীআবদুল্লাহ আল মোহসিন চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-12-31) ৩১ ডিসেম্বর ১৯৫৯ (বয়স ৬৪)
ধামরাই, ঢাকা জেলা
জাতীয়তাবাংলাদেশি
পেশাসরকারি কর্মকর্তা
যে জন্য পরিচিতসচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়

আখতার হোসেন ভূইয়া (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৯) একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন।[] সচিব হিসেবে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী বা প্রশাসনিক কর্মকর্তা যিনি মন্ত্রণালয়ের আধিভূক্ত সকল সংস্থা ও দপ্তরের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

আখতার হোসেন ভূইয়া ১৯৫৯ সালের ৩১শে ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[] ১৯৭৫ সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক এবং ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৮২ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

কর্মজীবনের শুরুতে আখতার হোসেন ১৯৮৬ সালে ৬ষ্ঠ ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডার সহকারী কমিশনার পদে যোগদান করেন।[] পরবর্তীতে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সহকারী সচিব, উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কিছুকাল তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১লা জানুয়ারি ২০১৭ সালের এক অফিস আদেশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজী হাবিবুল আউয়ালের স্থলাভিষিক্ত করা হয়[][] এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১০শে জুলাই ২০১৭ সালে এক আদেশের মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত সচিব থেকে একই মন্ত্রণালয়ে পূর্ণ সচিব হিসেবে নিয়োদ দেয়।[] ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://mha.portal.gov.bd/sites/default/files/files/mha.portal.gov.bd/page/ec9989f3_a239_4b84_b459_dca63c888bee/020001.pdf
  2. https://mod.portal.gov.bd/sites/default/files/files/mod.portal.gov.bd/npfblock/903c6d55_3fa3_4d24_a4e1_0611eaa3cb69/Secretay.pdf
  3. "প্রতিরক্ষায় সচিব, পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান"। ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮ 
  4. "সচিব হলেন ৯ কর্মকর্তা"। ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮