আক্কেলপুর এফ.ইউ. মডেল পাইলট উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আক্কেলপুর সরকারী এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার একমাত্র সরকারি হাইস্কুল।

এটি আক্কেলপুর পৌরসভাতেআক্কেলপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

এই বিদ্যালয়টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালে তুলশীগঙ্গা নদীর উত্তর পূর্ব তীরে সোনামুখী ছিল তখন রমরমা বন্দর। সাপ্তাহিক হাট বসতো রোববার, শোনা যায় শনিবার দুপুরের পরপরই হাট লেগে যেতো। বিভিন্ন এলাকার হাটুরেদের আনাগোনায় ভারী হয়ে ওঠতো গঞ্জের বাতাস। বিখ্যাত নদীবন্দর খ্যাত এই সোনামুখীতে ১৯০৪ সালে মাইনর ইংলিশ স্কুল প্রতিষ্ঠা লাভ করে।১৯১৬ সালে সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতপ্রাপ্ত হয়ে হাইস্কুলে রুপান্তরিত হয়। তৎকালীন সময়ে বর্তমান জয়পুরহাট জেলার মধ্যে সোনামুখী উচ্চ বিদ্যালয়,কালাই এম,ইউ উচ্চ বিদ্যালয় এবং খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ছাড়া অার কোন স্কুল ছিল না।বর্তমানে আক্কেলপুর বাজার যে স্থানে অবস্থিত অর্থাত সোনামুখী থেকে তুলসীগঙ্গা নদীর দক্ষিণ পশ্চিম পাড়ে আক্কেলপুরে তখন পর্যন্ত কোন বিদ্যালয় ছিল না। কিংবা বিদ্যালয় স্থাপন করার কথাও কেউ ভাবছিল না। ১৯১৯ সালের জানুয়ারী মাসে স্থানীয় মাড়োয়ারী ঘিষা মোর, ভীমরাজ আগরওয়ালা, , মোহনলাল আগরওয়ালা,আক্কেলপুর উপজেলার প্রথম গ্রাজুয়েট পারসন কানপুর গ্রামের কৃতিসন্তান,পরবর্তীতে খঞ্জনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক খান সাহেব জসীর উদ্দিন সাহেব সহ প্রমুখ শিক্ষানবিশ ব্যক্তিবর্গএখানে একটি হাইস্কুল স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন । কিন্তু স্থানাভাবে তাদের সে চিন্তা কার্যকর হচ্ছিল না।সেসময় বর্তমানে যেখানে আদর্শ ক্লাব অবস্থিত সেখানে স্থানীয় মাড়োয়ারি ব্যাবসায়ীদের একটি ধর্মশালা ছিল। এই ধর্মশালাতে হঠাৎ একদিন মাড়োয়ারী ব্যবসায়ীদের সহায়তায় তাদের আটচালা ঘরে শুরু হয় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদানকার্য।এলাকার লোকজন এটাকে হিন্দু স্কুল বা মাড়োয়ারি স্কুল বলত। কারণ, এতে হিন্দুদের জন্য সংস্কৃত ভাষা এবং হিন্দু ধর্মের রীতিনীতি ও পুরোদমে শিক্ষা দেয়া হতো। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বাবু সতীশচন্দ্র রায়।এখানেই স্কুল চলতে থাকে। এদিকে এখানে হাই স্কুলপ্রতিষ্ঠা করার প্রচেষ্টা শুরু হলে তখন অনেকে এর বিরোধীতা করে বলেন যে, নদীর ওপারেই সোনামুখী উচ্চ বিদ্যালয়,যারা পড়বে ওখানে গিয়েই পড়বে। অযথা জায়গা জমি নষ্ঠ করে স্কুল তৈরির কোন প্রয়োজন নেই।এছাড়া সোনামুখী ছিল তখন প্রসিদ্ধ বন্দর।আক্কেলপুরে তখন এক রেলস্টেশন ছাড়া কিছু ছিল না।একটা হাট ছিল যেটা বসতো বর্তমান থানা ভবনের পুর্বে বর্তমান মন্তাজ সরদারের বাড়ির কাছে।আক্কেলপুর এর মাড়োয়ারী ব্যবসায়ীরা ও তখন সোনামুখীতে থাকতেন।এভাবে বিদ্যালয় স্থাপনে কালক্ষেপণ হতে থাকে।১৯৪৮ সালে বর্তমান স্থানে হাই স্কুল গঠন করা হয়। উক্ত স্থানে বিদ্যালয়ের জন্য জমি দান করেন আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পশ্চিম আওয়ালগাড়ী(কুলাপাড়া)গ্রামের বাসিন্দা এবং অত্র এলাকার তৎকলীন সময়ের বিশিষ্ট পাট ব্যাবসায়ী জনাব ফজর উদ্দীন। তিনি তার ব্যাবসার মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হোন।কেউ যখন বিদ্যালয় স্থাপনের জন্য জমি দাতা খুজে পাচ্ছিলেন না ঠিক তখনি তিনি এগিয়ে আসেন। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন প্রয়োজনীয় পরিমাণ জমি। আক্কেলপুর এর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মজিবর রহমান আক্কেলপুরী এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যথেষ্ট ভুমিকা রাখেন। তাঁরই আহব্বানে এলাকাবাসী বিদ্যালয় নির্মাণে প্রয়োজনীয় অর্থ সাহায্য করেন।জমিদাতার নামে ১৯৪৮ সালে আক্কেলপুর ফজর উদ্দিন পাইলট হাই স্কুল প্রতিস্টা লাভ করে।প্রতিস্টার পর থেকে অত্র এলাকার শিক্ষার প্রসারে আক্কেলপুর এফ ইউ পাইলট হাই স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Akkelpur Govt. F.U. Pilot High School | আক্কেলপুর সরকারি এফ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয়"www.agfuphs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮ 
  2. "Akkelpur Govt. F.U. Pilot High School | আক্কেলপুর সরকারি এফ,ইউ পাইলট উচ্চ বিদ্যালয়"www.agfuphs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮ 
  3. "Akkelpur Govt. F U Pilot High School, Akkelpur,Joypurhat,Bangladesh, Akkelpur (2022)"www.schoolandcollegelistings.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮