আকরামুল কাদের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আকরামুল কাদের একজন বাংলাদেশী কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত[১][২][৩] তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দীর্ঘতম রাষ্ট্রদূত ছিলেন।[৪] সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল তার।[৫]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে এমএ সম্পন্ন করেন। ১৯৬০-এর দশকে তিনি কলেজে শিক্ষকতা করতেন এবং পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেকশন অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭০ সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা থেকে স্নাতক এবং ১৯৭৩ সালে অস্ট্রেলিয়ায় একটি ফরেন সার্ভিস ট্রেনিং কোর্স সম্পন্ন করেন।[৬]

কর্মজীবন[সম্পাদনা]

বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তান থেকে ফিরে কাদের ১৯৭২ সালে বাংলাদেশি ফরেন সার্ভিসে যোগ দেন। তাকে ১৯৭৪ সালে ইউএসএসআর -এ নিয়োগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি ১৯৭৬ সাল পর্যন্ত কাজ করেছিলেন। তিনি ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বার্মায় এবং ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পাকিস্তানে পদায়ন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের পরিচালক ছিলেন। ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত [৬] তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত, তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন এবং বতসোয়ানা, নামিবিয়া, জিম্বাবুয়ে, সোয়াজিল্যান্ড এবং লেসোথোতে হাই কমিশনার হিসেবে ক্রস-অনুমোদিত ছিলেন। তিনি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। নভেম্বর ২০০৯ থেকে মে ২০১৪ পর্যন্ত তিনি মেক্সিকো এবং কলম্বিয়ার দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।[৬][৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Akramul Qader meets US Congressman Whitfield in Washington"The Daily Ittefaq (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯ 
  2. "Another trust fund at DU"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০১-১০। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯ 
  3. "US senator briefed about Bangladesh politics"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৩-১২-২২। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯ 
  4. "US bids farewell to Akramul Qader"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯ 
  5. "Bangladesh a model country"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১০-০৪-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯ 
  6. "The Embassy of Bangladesh in Washington DC - Ambassador Akramul Qader"www.bdembassyusa.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯ 
  7. "Relation roadmap taking shape"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯ 
  8. "Bangladesh envoy in US hosts farewell reception"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৯