আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মহেশতলা , পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ তে অবস্থিত একটি সরকারি উচ্চ বিদ্যালয়।[১][২][৩]

আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়
অবস্থান
আকড়া কৃষ্ণনগর স্কুল রোড , মহেশতলা , কলকাতা ৭০০১৪০ , পশ্চিমবঙ্গ , ভারত
তথ্য
ধরনসরকারি বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯২৪
বিদ্যালয় বোর্ডপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ , পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষপশ্চিমবঙ্গ সরকার
প্রধান শিক্ষকঅসিত বরণ রায়
অনুষদমানবিক , বিজ্ঞান , বাণিজ্য
শ্রেণীপঞ্চম থেকে দ্বাদশ
শিক্ষা ব্যবস্থাবাংলা

ইতিহাস[সম্পাদনা]

আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠার সময় এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এর অন্তর্গত শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয় ছিল ,পরবর্তীকালে এই বিদ্যালয়টি উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ - এর অনুমোদন লাভ করে এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রূপে আত্মপ্রকাশ করে। প্রথমদিকে বিদ্যালয়টি উচ্চমাধ্যমিকের বিষয় হিসেবে কলা এবং বিজ্ঞান বিভাগ ছিল ,পরবর্তীকালে ২০১৯ সালে বাণিজ্য বিভাগও শুরু করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Akra Krishnanagar High School (H.S) আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় ( উচ্চ মাধ্যমিক) - Google Search"www.google.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৪ 
  2. www.google.com (পিডিএফ) https://www.wb.gov.in/duare_sarkar/Camp_Schedule.pdf। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৪  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. "AKRA KRISHNA NAGAR HIGH SCHOOL - Ward-20, District South Twenty Four Pargan (West Bengal)"schools.org.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৪