বিষয়বস্তুতে চলুন

আওন ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আওন ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর
عون بن عبدالله بن جعفر
জন্ম
মৃত্যু১০ মহররম, ৬১ ইসলামী বছর
(১০ অক্টোবর, ৬৮০ খ্রিস্টাব্দ)
মৃত্যুর কারণকারবালার যুদ্ধ-এ শহীদ
সমাধিইমাম হুসাইন মাজার, কারবালা
পরিচিতির কারণপ্রথম ইয়াজিদ-এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কারবালার যুদ্ধে অংশগ্রহণ
প্রতিদ্বন্দ্বীউমাইয়া খলিফা ইয়াজিদ প্রথম ও তার সশস্ত্র বাহিনী
পিতা-মাতাআব্দুল্লাহ ইবনে জাফর (পিতা)
জয়নব বিনতে আলী (মাতা)
আত্মীয়জাফর ইবনে আবি তালিব (দাদা) মুহাম্মদ (ভাই)

আওন ইবনে আবদুল্লাহ ইবনে জাফর (আরবি: عون بن عبدالله بن جعفر) হলেন হজরত আলীর কন্যা জয়নব বিনতে আলির পুত্র। তিনি আওন আল-আকবার নামেও পরিচিত ছিলেন। তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রার সময় ইমাম হুসাইন ইবনে আলির সফরসঙ্গী ছিলেন। কারবালার যুদ্ধে তিনি নিহত হন। তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে আশুরা দিবসে শহীদ হন।

বংশপরিচয়

[সম্পাদনা]

আওন ছিলেন হুসাইনের বোন জয়নাব এবং আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালিবের পুত্র। আবদুল্লাহ ইবনে জাফর ছিলেন নবী মুহাম্মদ এর সাহাবা।[] আওনের দাদা ছিলেন জাফর আল-তইয়ার, যাকে নবী মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতকারী দলের নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন।[] আবদুল্লাহর দুইজন পুত্র ছিল, তাদের নাম আওন:[] আউন আল-আকবর, যার মা ছিলেন জয়নাব এবং আউন আল-আসগর, যার মা ছিলেন মুসাইয়্যিব ইবনে নাজবার কন্যা জামানা।[]

হুসাইন ইবনে আলীর সাথে যাত্রা

[সম্পাদনা]

যখন আবদুল্লাহ ইবনে জাফর জানতে পারেন যে, হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনি তাকে মক্কায় ফিরে আসার জন্য বোঝাতে একটি চিঠি লিখেছিলেন। আবদুল্লাহ তার পুত্র আওন এবং মুহাম্মদের মাধ্যমে ইমামের কাছে সেই চিঠি পাঠান।[] যখন আবদুল্লাহ দেখতে পান যে, ইমাম তার সিদ্ধান্তে অটল, তখন তিনি তার পুত্র আওন ও মুহাম্মদকে হুসাইনের সাথে যোগ দিতে এবং তার পাশে থেকে যুদ্ধ করতে পরামর্শ দেন।[]

আশুরার দিন

[সম্পাদনা]

মুহাম্মদ শহীদ হওয়ার পর, আওন যুদ্ধক্ষেত্রে যান। ইবনে শাহর আশুবের বর্ণনা অনুযায়ী, তিনি উমর ইবনে সা'দ-এর বাহিনীর তিনজন অশ্বারোহী ও ১৮ জন পদাতিক সৈন্যকে হত্যা করেন।[] এবং অবশেষে আবদুল্লাহ ইবনে কুতবার হাতে শহীদ হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. al-Isfahani, Abu al-Faraj (২০১৩)। Maqatil al-Talibin - مقاتل الطالبيين। Dar Ihya Turath al-'Arabi। পৃষ্ঠা 124। 
  2. Ibn Kathir (২০১৮)। Al-Sira Al-Nabawiyya: السيرة النبوية1। dar-salam.org। পৃষ্ঠা 323। আইএসবিএন 1948117789 
  3. Ibn Qutayba. (১৯৬০)। Kitab al-Ma'arif। Lebonan। পৃষ্ঠা 207। 
  4. Al-Balathuri (Ahmad ibn Yahya) (১৯৮৭)। Ansab al-Ashraf (أنساب الأشراف)। Dar al-Maarif। পৃষ্ঠা 67–68। 
  5. Abu Mikhnaf (২০০০)। Kitab Maqtal al-Husayn (Narrative of the Martyrdom of Al-Husayn)। পৃষ্ঠা 69। 
  6. Shaykh Al-Mufid (১৯৮২)। Al-Irshad2। Al-Burāq। পৃষ্ঠা 68–69। আইএসবিএন 0940368110 
  7. Muḥammad ibn ʻAlī Ibn Shahrāshūb। Manāqib Āl Abī Ṭālib4। Dhawī al-Qurbá। পৃষ্ঠা 106। আইএসবিএন 978-9646307292 
  8. Abu Al-Abbas Ahmad Bin Jab Al-Baladhuri (২০০০)। Kitab Futuh al-Buldan5। Gorgias Press। পৃষ্ঠা 111। আইএসবিএন 1931956634