বিষয়বস্তুতে চলুন

আউতোলুকুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিক পুরাণে, আউতোলুকুস ছিল দেবতা হার্মিস[]খিওনের[] পুত্র। সে ছিল একজন কুখ্যাত চোর। সে গবাদি-পশু চুরি করায় খুবই দক্ষ ছিল। সে তার পিতা হার্মিসের নিকট হতে এক ঐন্দ্রজালিক শক্তি লাভ করে যার সাহায্যে সে চুরি করা পশুর গায়ের রং বদলে দিতে পারত এবং শিংওয়ালা পশুর শিং অদৃ্শ্য করে দিতে ও শিং ছাড়া পশুর শিং গজিয়ে দিতে পারত।

তথ্যসূত্র

[সম্পাদনা]