আই.পি.এইচ স্কুল এন্ড কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আই,পি, এইচ স্কুল এন্ড কলেজ থেকে পুনর্নির্দেশিত)
আই.পি.এইচ স্কুল এন্ড কলেজ
ইনস্টিটিউট অব পাবলিক হেলথ স্কুল এন্ড কলেজ
অবস্থান

তথ্য
ধরনবেসরকারী
নীতিবাক্যপড় তোমার প্রতি পালক প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১৯৬৭; ৫৭ বছর আগে (1967)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ইআইআইএন১০৮০২৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শ্রেণী১-১২
শিক্ষার্থী সংখ্যা২,০০০
ওয়েবসাইটhttp://www.iphsc.edu.bd/

আই.পি.এইচ স্কুল এন্ড কলেজ বাংলাদেশের ঢাকা শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি পুরো নাম ইনস্টিটিউট অব পাবলিক হেলথ স্কুল এন্ড কলেজ। এটি ১৯৬৭ সালে ঢাকার মহাখালীর প্রাণকেন্দ্র প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রথম পর্যায়ে এটি একটি মাধ্যমিক স্কুল ছিল, কিন্তু এটিকে একটি উচ্চ মাধ্যমিক পর্যায়েও নিয়ে আসা হয়। মাধ্যমিক পর্যায়ে থাকা অবস্থায় মোঃ তাজুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) এর প্রধান শিহ্মকের দায়িত্ব পালন করেন।[১][২]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে থাকে। জাতীয় শিক্ষাক্রমের নিয়মানুযায়ী ৯ম এবং ১১শ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান/বাণিজ্য/মানবিক এই তিনটি বিভাগের যেকোন একটি নির্বাচন করা বাধ্যতামূলক এবং সে অনুযায়ী নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের নিজ পছন্দমত বিভাগ নির্বাচনের স্বাধীনতা রয়েছে। এছাড়াও সকলের প্রয়োজন মোতাবেক রয়েছে কম্পিউটার ল্যাব। কলেজে একটি সমৃদ্ধ গ্রন্থাগার আছে। গ্রন্থাগারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্র-পত্রিকা ছারাও প্রায় ৫ হাজার বই আছে। গ্রন্থাগারকে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে এবং তা ধীরে ধীরে একটি মানসম্মত গ্রন্থাগারে পরিনত হচ্ছে।

চিত্রশালা[সম্পাদনা]

আই.পি.এইচ স্কুল এন্ড কলেজ প্রধান প্রবেসপথ
আই.পি.এইচ স্কুল এন্ড কলেজ শহিদমিনার
আই.পি.এইচ স্কুল এন্ড কলেজ শিশুদের খেলার স্থান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "IPH SCHOOL & COLLEGE"www.iphsc.edu.bd। ২০১৯-০৭-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  2. Dhruba, Golam Mujtaba; bdnews24.com। "Bus driver who lost his daughter to road crash calls for traffic discipline"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]