বিষয়বস্তুতে চলুন

আইসোটোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Nuclide halflives colorcoded.

যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়।[] যেমন: 36S, 37Cl, 38Ar, 39K এরা পরস্পরের আইসোটোন। কারণ এদের প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা ২০ কিন্তু এদের ভর সংখ্যা তথা প্রোটন সংখ্যা অসমান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সিংহ হাজারী, সরোজ কান্তি; নাগ, হারাধন (মে, ২০১২)। "পরমাণুর গঠন"। উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র (১৪তম সংস্করণ)। ঢাকা: হাসান বুক হাউস, ঢাকা। পৃষ্ঠা ৯৫।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)