ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আইসিবি থেকে পুনর্নির্দেশিত)
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
ধরনবিধিবদ্ধ কর্পোরেশন
আইএসআইএনBD0151ICB005
শিল্পমার্চেন্ট ব্যাংকিং, মিউচুয়াল ফান্ড, আর্থিক পরিষেবা, বিনিয়োগ ব্যাংকিং
প্রতিষ্ঠাকাল১৯৭৬; ৪৮ বছর আগে (1976)
সদরদপ্তরবিডিবিএল ভবন (লেভেল ১৪-২১), ৮, রাজউক এভিনিউ, মতিঝিল,
ঢাকা
,
বাংলাদেশ
পরিষেবাসমূহবিনিয়োগ ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা, বিনিয়োগ ব্যবস্থাপনা[১]
অধীনস্থ প্রতিষ্ঠানআইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল), আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)
ওয়েবসাইটicb.gov.bd

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (বাংলায় বাংলাদেশ বিনিয়োগ সংস্থা, সংক্ষেপে আইসিবি) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি, যা রাষ্ট্রপতির অধ্যাদেশ ১৯৭৬ (১৯৭৬ সালের ৪০ নং অধ্যাদেশ)-এর অধীনে ১ অক্টোবর ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। এটি একাধারে একটি বিনিয়োগ ও মার্চেন্ট ব্যাংক।[২] আইসিবি বাংলাদেশের শেয়ার মার্কেটে সবচেয়ে বড় বিনিয়োগকারী। দেশের কোম্পানি সমূহের মূলধনের ঘাটতি পুরনো আইসিবি সহায়তা প্রদান করে। আইসিবির ২৭% শতাংশ শেয়ার সরকারের এবং বাকি ৭৩ শতাংশ শেয়ার বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানির। এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক মার্কেটে তালিকাভুক্ত।

অধীনস্থ সংস্থা[সম্পাদনা]

প্রতিষ্ঠার চব্বিশ বছর পর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সালের ২৪ নং আইন)-এর অধীনে কোম্পানিটি বেশ কয়েকটি সহায়ক কোম্পানি গঠন ও পরিচালনা করে।

কোম্পানিগুলো হলো:

  • আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)
  • আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল)
  • আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪[সম্পাদনা]

২০১৪ সালের জুলাই মাসে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ ও উৎসাহ প্রদান, পুঁজিবাজারের উন্নয়ন এবং সঞ্চয় সংগ্রহের লক্ষ্যে 'ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪' নামে একটি বিল সংসদে উত্থাপন করেন ও পরে সেটি সংসদে পাস হয়।

কার্যাবলি[সম্পাদনা]

  • প্লেসমেন্ট ও ইক্যুইটি পার্টিসিপেশনসহ সরাসরি শেয়ার ও ডিবেঞ্চার ক্রয় ও বিক্রয়;
  • মিউচ্যুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডের প্লেসমেন্ট-এ অংশগ্রহণ;
  • এককভাবে এবং সিন্ডিকেট গঠনের মাধ্যমে লিজ অর্থায়ন;
  • বিনিয়োগ হিসাব ব্যবস্থাপনা;
  • ইউনিট ফান্ড ব্যবস্থাপনা;
  • পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ;
  • আইসিবি ও এর সাবসিডিয়ারি কোম্পানি পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড সার্টিফিকেটের বিপরীতে অগ্রিম প্রদান;
  • ব্যাংক গ্যারান্টি প্রদান;
  • ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন;
  • যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানির অর্থায়নে অংশগ্রহণ;
  • বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্পর্কিত পরামর্শ প্রদান;
  • সরকারের পুঁজি প্রত্যাহার কার্যক্রমে অংশগ্রহণ;
  • বাজার চাহিদা উপযোগী নতুন ব্যবসা উদ্ভাবন;
  • পুঁজিবাজার সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম;
  • ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন;
  • মার্জার, এক্যুইজিশন এবং অ্যাসেট পুনর্গঠন কার্যক্রমে সহায়তা প্রদান;
  • ইক্যুইটি এন্ড অন্ট্রাপ্র্যানারশিপ ফান্ড (ইইএফ), অন্ট্রাপ্র্যানারশিপ সাপোর্ট ফান্ড (ইএসএফ) এবং সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত বিশেষ তহবিল ব্যবস্থাপনা;
  • হোল্ডিং কোম্পানি হিসেবে সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কার্যক্রম তত্ত্বাবধান;
  • রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার অফলোড প্রক্রিয়ায় অংশগ্রহণ।[৩]

মাইলফলক[৪][সম্পাদনা]

আইসিবি প্রতিষ্ঠা ১ অক্টোবর ১৯৭৬
ইনভেস্টরস্ স্কিম ১৩ জুন ১৯৭৭
আইসিবি চট্রগ্রাম শাখা ১ এপ্রিল ১৯৮০
প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ২৫ এপ্রিল ১৯৮০
আইসিবি ইউনিট ফান্ড ১০ এপ্রিল ১৯৮১
আইসিবি রাজশাহী শাখা ৯ ফেব্রুয়ারি ১৯৮৪
দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ১৭ জুন ১৯৮৪
তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ১৯ মে ১৯৮৫
আইসিবি খুলনা শাখা ১০ সেপ্টেম্বর ১৯৮৫
আইসিবি সিলেট শাখা ১৫ ডিসেম্বর ১৯৮৫
চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৬ জুন ১৯৮৬
পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৮ জুন ১৯৮৭
ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ১৬ মে ১৯৮৮
আইসিবি বরিশাল শাখা ৩১ মে ১৯৮৮
দেশের নোডাল ডিএফআই হিসেবে এসএডিএফ-এ মনোনয়ন ৭ মে ১৯৯২
জমি ক্রয় (মিরপুর) ১৫ জুন ১৯৯৪
সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ১৯৯৫
অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ২৩ জুলাই ১৯৯৬
আইসিবি বগুড়া শাখা ৬ অক্টোবর ১৯৯৬
আইসিবি স্থানীয় কার্যালয়, ঢাকা ১৫ এপ্রিল ১৯৯৭
ভবনসহ জমি ক্রয় (রাজারবাগ) ১১ ডিসেম্বর ১৯৯৭
এসএআরএফ-এর ইক্যুইটিতে অংশগ্রহণ ১৬ জানুয়ারি ১৯৯৮
আইসিবি ইউনিট সার্টিফিকেটের বিপরীতে অগ্রিম প্রদান স্কিম ১২ অক্টোর ১৯৯৮
লিজ ফিন্যান্সিং স্কিম ২২ এপ্রিল ১৯৯৯
রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এ তিনটি সাবসিডিয়ারি কোম্পানি এর নিবন্ধন ৫ ডিসেম্বর ২০০০
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ ১ জুলাই ২০০২
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিঃ ১ জুলাই ২০০২
আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পনি লিঃ ১৩ আগস্ট ২০০২
বিএসইসি-তে ট্রাস্টি হিসেবে নিবন্ধন ২০ আগস্ট ২০০২
বিএসইসি-তে কাস্টডিয়ান হিসেবে নিবন্ধন ২০ আগস্ট ২০০২
ব্যাংক গ্যারান্টি স্কিম ২১ জুন ২০০৩
আইসিবি মিউচ্যুয়াল ফান্ড/আইসিবি এএমসিএল ইউনিট সার্টিফিকেটের বিপরীতে অগ্রিম প্রদান স্কিম ২১ জুন ২০০৩
জমি ক্রয় (আগারগাঁও) ৩ মার্চ ২০০৮
ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ফান্ড (ইইএফ) পরিচালনা কার্যক্রম শুরু ১ জুন ২০০৯
৫০ বিলিয়ন টাকার বাংলাদেশ ফান্ড-এর যাত্রা শুরু ৫ মে ২০১১
আইসিবি ভবনের নকশা চূড়ান্তকরণ ১২ এপ্রিল ২০১২
প্রশিক্ষণ কেন্দ্র ২৮ জুন ২০১৩
আইসিবি পরিক্রমার (নিউজ লেটার) যাত্রা শুরু ২৬ মার্চ ২০১৪
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন-২০১৪ এর গেজেট প্রকাশ ২২ সেপ্টেম্বর ২০১৪
আইসিবির ৪০ তলা ভবনের জন্য রাজউক কর্তৃক উন্নয়ন পরিকল্পনা অনুমোদন ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড প্রথম আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ১১ এপ্রিল ২০১৬
দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড দ্বিতীয় আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ০৫ মে ২০১৬
তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড তৃতীয় আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ২৩ জুন ২০১৬
চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড চতুর্থ আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ২৩ জুন ২০১৬
পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড পঞ্চম আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ২৩ জুন ২০১৬
ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ষষ্ঠ আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ১০ আগস্ট ২০১৬
সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড সপ্তম আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ০৭ নভেম্বর ২০১৬
অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড অষ্টম আইসিবি ইউনিট ফান্ড-এ রূপান্তর ১৫ মার্চ ২০১৭
আইসিবি কর্তৃক ২,০০০.০০ কোটি টাকার বন্ড ইস্যুকরণ ০৬ নভেম্বর ২০১৮
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘অ-ব্যাংকিং আর্থিক’ শ্রেণিতে ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত ১২ নভেম্বর ২০১৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Capital Market"Bangladesh Bank, Central Bank of Bangladesh। ২০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৪ 
  2. "ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ"bn.banglapedia.org। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ 
  3. "কার্যাবলি"ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। ২ মার্চ ২০২২। 
  4. "মাইল ফলক"ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 

বহিঃসংযোগ[সম্পাদনা]