আইসিআইসিআই ব্যাংক
আইসিআইসিআই ব্যাংক লিমিটেড হল একটি ভারতীয় বহুজাতিক ব্যাংক এবং আর্থিক পরিষেবা সংস্থা যার সদর দপ্তর মুম্বাইতে । জন্য বিস্তৃত ব্যাংকিং পণ্য এবং আর্থিক পরিষেবা সরবরাহ করে কর্পোরেট এবং খুচরা গ্রাহকদের ক্ষেত্রে বিভিন্ন ডেলিভারি চ্যানেল এবং বিশেষ সহায়ক সংস্থাগুলির মাধ্যমে এটি বিনিয়োগ ব্যাংকিং , জীবন , নন-লাইফ ইন্স্যুরেন্স , ভেঞ্চার ক্যাপিটাল এবং অ্যাসেট ম্যানেজমেন্টের ।[১][২][৩][৪]
এই ডেভেলপমেন্ট ফিনান্স প্রতিষ্ঠানটির ভারত জুড়ে 5,275টি শাখা এবং 15,589টি এটিএমের নেটওয়ার্ক রয়েছে এবং 17টি দেশে এর উপস্থিতি রয়েছে। ইউনাইটেড কিংডম এবং কানাডায় ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর , বাহরাইন , হংকং , কাতার , ওমান , দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার, চীন এবং দক্ষিণ আফ্রিকায় শাখা; পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত , বাংলাদেশ , মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে প্রতিনিধি অফিস । কোম্পানির যুক্তরাজ্যের সাবসিডিয়ারি বেলজিয়াম এবং জার্মানিতেও শাখা স্থাপন করেছে।[৫]
এই ডেভেলপমেন্ট ফিনান্স প্রতিষ্ঠানটির ভারত জুড়ে 5,275টি শাখা এবং 15,589টি এটিএমের নেটওয়ার্ক রয়েছে এবং 17টি দেশে এর উপস্থিতি রয়েছে। ইউনাইটেড কিংডম এবং কানাডায় ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর , বাহরাইন , হংকং , কাতার , ওমান , দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার, চীন এবং দক্ষিণ আফ্রিকায় শাখা; পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত , বাংলাদেশ , মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে প্রতিনিধি অফিস । কোম্পানির যুক্তরাজ্যের সাবসিডিয়ারি বেলজিয়াম এবং জার্মানিতেও শাখা স্থাপন করেছে[৬][৭]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ICICI Bank appoints former IAS Girish Chandra Chaturvedi as non-executive part-time chairman"। Business Today (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০।
- ↑ "ICICI Bank Consolidated Profit & Loss account, ICICI Bank Financial Statement & Accounts"। www.moneycontrol.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০।
- ↑ "ICICI Bank sells 1.5% stake in ICICI Prudential Life Insurance for Rs 840 crore"। Zee News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০।
- ↑ "RBI Clears ICICI-ICICI Bank Merger With Conditions"। The Financial Express (ইংরেজি ভাষায়)। ২০০২-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০।
- ↑ "RBI scotches ICICI Bank rumours, Govt says don't panic, we are watching"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০।
- ↑ "Itc Classic To Merge Into Icici"। Business Standard India। ১৯৯৭-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০।
- ↑ Ronamai, Raymond (২০১৩-০৩-১৫)। "India's Private Banks Under Scanner: Is RBI to be Blamed for Money Laundering?"। www.ibtimes.co.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১০।