আইরিন খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আইরিন জুবাইদা খান থেকে পুনর্নির্দেশিত)
আইরিন খান
জন্ম২৪শে ডিসেম্বর, ১৯৫৬
শিক্ষাভিক্টোরিয়া ইউনিভার্সিটি অভ ম্যানচেস্টার, হার্ভার্ড ল' স্কুল
নিয়োগকারীঅ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
উপাধিমহাসচিব
পূর্বসূরীপিয়ের সানে
ওয়েবসাইটamnesty.org
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০০৭ এ আইরিন খান

আইরিন জুবাইদা খান (জন্ম ২৪শে ডিসেম্বর, ১৯৫৬, ঢাকা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার ৭ম মহাসচিব[১] ২০১০ সনের ১৫ই মে তিনি ঢাকার ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারে পরামর্শদাতা সম্পাদক হিসেবে যোগদান করেন। [২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আইরিন খান পূর্ব পাকিস্তানের একটি বিত্তবান পরিবারে বেড়ে ওঠেন। তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান এবং সেখানে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অভ ম্যানচেস্টার-এ পড়ালেখা করেন। সেখান থেকে তিনি হার্ভার্ড ল' স্কুল-এ পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে তিনি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নিয়ে গবেষণা করেন এবং ১৯৭৮ সালে স্নাতক হন। [৩]

মানবাধিকার বিষয়ক কর্মজীবন[সম্পাদনা]

আইরিন ১৯৭৭ সালে কনসার্ন ইউনিভার্সাল নামের একটি সংস্থা প্রতিষ্ঠায় সাহায্য করেন। সংস্থাটি চিলড্রেন ইন ক্রসফায়ার নামের আরেকটি রিলিফ সংস্থার সাথে অংশীদারীতে কাজ করত। ১৯৭৯ সালে তিনি ইন্টারন্যাশনাল কমিশন অভ জুরিস্টস-এর অধীনে একজন মানবাধিকার কর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

১৯৮০ সালে আইরিন জাতিসংঘে কাজ করতে যান। তিনি জাতিসংঘের শরণার্থীদের হাই কমিশনার প্রকল্পে ২০ বছর চাকুরি করেন। ১৯৯৫ সালে তিনি সংস্থাটির ভারতীয় চিফ অভ মিশন নিযুক্ত হন। নয়াদিল্লিতে এক বছরেরও কম সময় পরে ভারত সরকার তাকে সেই পদ থেকে অপসারণের অনুরোধ করে।

কসভো সংকটের সময়ে আইরিন ম্যাসিডোনিয়াতে ইউএনএইচসিআর-এর কার্যক্রমে নেতৃত্ব দেন। [৪]

আইরিন খান বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান। [৫]

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্মজীবন[সম্পাদনা]

২০০১ সনে আইরিন খান মহাসচিব পদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে যোগ দেন। তিনি প্রথম মহিলা, প্রথম বাংলাদেশী, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম হিসেবে এই মর্যাদা লাভ করেন। মহাসচিব হিসেবে প্রথম বছরে তিনি সংকটপুর্ণ পরিস্থিতে অ্যামনেস্টি যেভাবে সাড়া দেয় তা সংস্কার করেন এবং নারীদের প্রতি দাঙ্গার বিরুদ্ধে বৈশ্বিক অভিযানের সুচনা করেন। [১]

২০০৫ সালে, আইরিন খান সেই বছরের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টে লিখেছিলেন যে গুয়ান্তানামো বে-তে মার্কিন আটক স্থাপনা "আমাদের সময়ের গুলাগ"।[৬] মিডিয়াতে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

পরিবার[সম্পাদনা]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তারেক রহমান এর স্ত্রী জোবাইদা রহমান আইরিন খানের চাচাতো বোন।[৭] আইরিন খানের চাচা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান জিয়াউর রহমান এর শাসনামলে বাংলাদেশের নৌবাহিনী প্রধান ছিলেন।[৮]

পুরস্কার[সম্পাদনা]

খান একটি ফোর্ড ফাউন্ডেশন ফেলোশিপ, পিলকিংটন ওম্যান অভ দি ইয়ার পুরস্কার (২০০২) এবং সিডনি শান্তি পুরস্কার (২০০৬) লাভ করেছেন। ২০০৭ সালে গেন্ট বিশ্ববিদ্যালয় তাকে একটি প্রাতিষ্ঠানিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের নতুন চ্যান্সেলর নির্বাচনের জন্য যে দুজন ব্যক্তি মনোনিত হন, তার মধ্যে তিনি একজন। তিনি ২০০৯ সনের জুলাইএ স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Irene Khan - Biography ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুলাই ২০১১ তারিখে Amnesty International
  2. Irene Khan - Daily Star The Daily Star
  3. "Irene Zubaida Khan"। ১ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০০৮ 
  4. "Irene Zubaida Khan"। ১ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০০৮ 
  5. "BRAC International Supervisory Board. Retrieved 29 September 2023." 
  6. "Guantánamo is gulag of our time, says Amnesty"The Guardian। ২৫ মে ২০০৫। 
  7. "আলোচনায় ডা. জোবাইদা"Jugantor। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮ 
  8. "আলোচনায় ডা. জোবাইদা"Jugantor। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]