আইয়ুব ঠাকুর
আইয়ুব ঠাকুর | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৪৮ |
মৃত্যু | মার্চ ১০, ২০০৪ লন্ডন, যুক্তরাজ্য | (বয়স ৫৫–৫৬)
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | কাশ্মীর বিশ্ববিদ্যালয় (নিউক্লিয় পদার্থবিজ্ঞান-এ পিএইচডি) |
প্রতিষ্ঠান | ওয়ার্ল্ড কাশ্মীর ফ্রিডম মুভমেন্ট, জাস্টিস ফাউন্ডেশন, মার্সি ইউনিভার্সাল |
আন্দোলন | জম্মু ও কাশ্মীর বিদ্রোহ |
সন্তান | মুজাম্মিল আইয়ুব ঠাকুর |
মুহাম্মদ আইয়ুব ঠাকুর (১৯৪৮ - ১০ মার্চ ২০০৪ [১]) ছিলেন একজন রাজনৈতিক কর্মী এবং লন্ডন-ভিত্তিক ওয়ার্ল্ড কাশ্মীর ফ্রিডম মুভমেন্ট (ডব্লিউকেএফএম) এর প্রতিষ্ঠাতা। তিনি 'মার্সি ইউনিভার্সাল' নামে একটি দাতব্য সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন। ২০১১ সালে দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে এটি ছিল পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর একটি ফ্রন্ট গ্রুপ।[২] ব্রিটিশ চ্যারিটি কমিশন, স্কটল্যান্ড ইয়ার্ড এবং এফবিআই-এর তদন্তের পর বলা হয়েছে যে তার সংগঠনের ইইউ-অনুমোদিত বিদ্রোহী সংগঠন হিজবুল মুজাহিদিনের সাথে সরাসরি যোগাযোগ ছিল।
২০০১ সালে ভারত সরকার সন্ত্রাসীদের অর্থায়ন ও লজিস্টিক সহায়তা প্রদানের জন্য তাকে সন্ত্রাসী ও বিঘ্নকারী কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে মামলা করে।[৩]
তার ছেলে মুজাম্মিল আইয়ুব ঠাকুর যুক্তরাজ্য ভিত্তিক এনজিওর একজন সক্রিয় প্রতিনিধি সদস্য।[৪]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]ঠাকুর ১৯৪৮ সালে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার পুডসু গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়।[৫] ঠাকুর কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kashmiri separatist Ayyub Thakur dies"। Rediff.com। ১০ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮।
- ↑ Gardham, Duncan (১৯ জুলাই ২০১১)। "Pakistani spies 'operating in Britain'"। The Telegraph। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫।
- ↑ "Clueless investigators, subverted state"। The Milli Gazette। সংগ্রহের তারিখ ২০০৬-০১-০২।
- ↑ "Join the Global Digital Rally for Kashmir"। Justice For All (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩০।
- ↑ Bhat, Abdul Latif (১৫ মার্চ ২০০৪)। "Kashmiri Leader Ayub Thakur, a Dynamic Personality ... Died in London"। Al-Jazeera। ১৫ অক্টোবর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৮।