আইআরআইবি টিভি১
আইআরআইবি টিভি১ | |
---|---|
![]() | |
উদ্বোধন | ৩ অক্টোবর ১৯৫৮ |
মালিকানা | ইসলামি প্রজাতন্ত্রী ইরান সম্প্রচার |
চিত্রের বিন্যাস | ১০৮০আই, এইচডিটিভি (এসডিটিভি ফিডের জন্য ৫৭৬আইতে ডাউনস্কেল করা) |
দেশ | ইরান |
ভাষা | ফার্সি |
প্রধান কার্যালয় | তেহরান |
পূর্বতন নাম | টেলিভিশন ইরান |
ওয়েবসাইট | tv1 |
জামারান | ইউএইচএফ ডিজিটাল চ্যানেল ৩৭ |
আইআরআইবি টিভি১ এর লাইভ স্ট্রিম |
আইআরআইবি টিভি১ (ফার্সি: شبکه یک, শিবকাহ-এ ইয়েক, অর্থ চ্যানেল ১) ইরানের ৪০টি জাতীয় টেলিভিশন চ্যানেলের মধ্যে এক।
আইআরআইবি টিভি১ ইরানের সবচেয়ে প্রাচীনতম জাতীয় টেলিভিশন চ্যানেল, যা ১৯৫৮ সালে সম্প্রচার শুরু করে। যেহেতু ইসলামি প্রজাতন্ত্রী ইরান সম্প্রচারের বেশিরভাগ টেলিভিশন বাজেট এটির জন্য আলাদা করে রাখা হয়, চ্যানেলটি কিছুর জন্য জাতীয় টেলিভিশন নামে পরিচিত।
চ্যানেলটির নানা ধরনের অনুষ্ঠানে রয়েছে নাটক, ইরানি চলচ্চিত্রের টেলিভিশনে প্রচার, এবং টক শো। শিশুতোষ অনুষ্ঠান পুনঃপ্রচারেও এটিতে প্রচারিত হয়, কিন্তু এগুলির মধ্যে বেশিরভাগের আইআরআইবি টিভি২ এর যৌবন আনুষ্ঠানিক ব্লকে প্রথম প্রচার হয়। আইআরআইবি টিভি৩ এগুলোর সম্প্রচারের অধিকারের সাথে অসংখ্য দর্শক পাওয়ার পর্যন্ত চ্যানেলটি প্রধান ক্রীড়া ইভেন্ট সম্প্রচার করেছে।
চ্যানেলটি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে সরাসরি টেলিভিশনে জোরপূর্বক স্বীকারোক্তি সম্প্রচার করে।[১]
অনুষ্ঠানসমূহ[সম্পাদনা]
- অল সেন্টস (২০০৬–২০১২)
- অ্যাগেনস্ট দ্য উইন্ড
- ইউসুফ জুলেখা (২০০৮–২০০৯)
- কারবালা কাহিনী (২০১০–২০১১)
- কোলাম্বো
- জিরে তিগ (২০০৬)
- টপ সিক্রেট
- ডোরেমন
- দাই জান নেপোলিয়ন (১৯৭৬)
- দামেনারি
- দার চাশম-এ বাদ (২০০৯)
- দ্য ইংলিশ ব্রিফকেস (২০০০)
- দ্য ওল্ড ফক্স
- দ্য ডিলাইট অফ দ্য ফ্লাইট (২০১১–২০১২)
- পায়তাখত (২০১১–)
- পুলিশ রেসকিউ
- ফয়েল'স ওয়ার
- ফেকরে পালিদ
- মাদার-এ সেফর দারাজেহ
- লাফিং ইন দ্য উইন্ড
- শহীদ-এ-কুফা (১৯৯৬)
- শেলিকে নাহাই
- সার্বেদারান (১৯৮৪)
- সিক্রেট আর্মি
- সিমোর্গ (১৯৯৬)
- স্টিঙ্গারস
- হেজার দাস্তান (১৯৮৭)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Tortured confessions: prisons and public recantations in modern Iran, Ervand Abrahamian - 1999, p.222