অ্যালেক্সান্ড্রিয়া, ভার্জিনিয়া
অবয়ব
অ্যালেক্সান্ড্রিয়া, ভার্জিনিয়া | |
---|---|
স্বাধীন নগর | |
সিটি অব অ্যালেক্সান্ড্রিয়া | |
![]() ২০১৫ সালে জর্জ ওয়াশিংটন ম্যাসোনিক ন্যাশনাল মেমোরিয়াল, ওয়াশিংটন ডি.সি. ও আর্লিংটন-সহ | |
স্থানাঙ্ক: ৩৮°৪৮′১৭″ উত্তর ৭৭°০২′৫০″ পশ্চিম / ৩৮.৮০৪৭২° উত্তর ৭৭.০৪৭২২° পশ্চিম | |
দেশ | ![]() |
অঙ্গরাজ্য | ![]() |
কাউন্টি | স্বাধীন নগর |
প্রতিষ্ঠিত | ১৭৪৯ |
ইনকর্পোরেটেড (শহর) | ১৭৭৯ |
ইনকর্পোরেটেড (নগর) | ১৮৫২ |
ইনকর্পোরেটেড (স্বাধীন নগর) | ১৮৭০ |
সরকার | |
• ধরন | কাউন্সিল-ব্যবস্থাপক |
• মেয়র | জাস্টিন উইলসন (ডেমোক্র্যাট) |
• ভার্জিনিয়া সিনেট | অ্যাডাম এবিন (ডি) রিচার্ড এল. সাসল (ডি) জর্জ বেকার (ডি) |
• প্রতিনিধি | মার্ক লেভিন (ডে) শার্নিয়েল হেরিং (ডে) |
• ইউ.এস. হাউজ | ডন বেয়ার (ডে) |
• সিনেট | মার্ক ওয়ার্নার (ডে) টিম কেইন (ডে) |
আয়তন[১] | |
• মোট | ১৫.৩৫ বর্গমাইল (৩৯.৭৫ বর্গকিমি) |
• স্থলভাগ | ১৪.৯৩ বর্গমাইল (৩৮.৬৮ বর্গকিমি) |
• জলভাগ | ০.৪১ বর্গমাইল (১.০৭ বর্গকিমি) |
উচ্চতা | ৩৯ ফুট (১২ মিটার) |
জনসংখ্যা (২০১০) | |
• মোট | ১,৩৯,৯৬৬ |
• আনুমানিক (২০১৮)[২] | ১,৬০,৫৩০ |
• জনঘনত্ব | ১০,৭১৬.১৫/বর্গমাইল (৪,১৩৭.৪৮/বর্গকিমি) |
• Demonym | অ্যালেক্সান্ড্রিয়ান |
সময় অঞ্চল | পূর্বাঞ্চলীয় সময় (ইউটিসি-৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | EDT (ইউটিসি-৪) |
জিপ কোড | 22301 to 22315, 22320 to 22336 |
এলাকা কোড | 571, 703 |
এফআইপিএস কোড | 51-01000[৩] |
জিএনআইএস ফিচার আইডি | 1492456[৪] |
ওয়েবসাইট | www |
অ্যালেক্সান্ড্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শহর। এটি ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে অবস্থিত। পোটোম্যাক নদীর পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি ওয়াশিংটন ডি.সি. থেকে ৭ মাইল (১১ কিমি) দক্ষিণে অবস্থিত। ২০১০ সালের আদমশুমারি অনুসারে শহরটির জনসংখ্যা ছিল ১৩৯,৯৬৬ জন,[৫] এবং ২০১৬ সালের আদমশুমারি অনুসারে শহরটির জনসংখ্যা ১৬০,৫৩০ জন।[২]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১০ সালের আদমশুমারি অনুসারে শহরটির জনসংখ্যা ছিল ১৩৯,৯৬৬ জন, বাড়িঘরের সংখ্যা ৬৮,০৮২ ও বসবাসরত পরিবারের সংখ্যা ৩০,৯৭৮। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে ৮,৪৫২.০ (৩,২৬২.৯/কিমি২)। প্রতি বর্গমাইলে ৪,২৩৩.২ (১,৬৩৪.২ কিমি২) গড় ঘনত্ব নিয়ে হাউজিং ইউনিটের সংখ্যা ৬৮,০৮২।[৩]
- ৬০.৯% শ্বেতাঙ্গ
- ২১.৮% আফ্রো-মার্কিন
- ৬.০% এশীয় (১.৩% ভারতীয়, ১.০% ফিলিপিনো, ০.৯% চীনা, ০.৮ কোরীয়, ০.৫% থাই, ০.৩% ভিয়েতনামীয়, ০.২% জাপানি, ১.০% অন্যান্য)
- ০.৪% স্থানীয় মার্কিন
- ০.১% প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী
- ৩.৭% দুই বা অধিক জাতিগোষ্ঠীর
- ১৬.১% হিস্পানিক ও লাতিনো (৪.৬% সালভাদোরান, ১.৭% মেক্সিকান, ১.৬% হন্ডোরান, ১.১% গুয়েতেমালীয়, ১.১% পুয়েতো রিকান, ০.৯% বলিভীয়, ০.৮% পেরুভীয়, ০.৪% কলম্বীয়)
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- রিচার্ড নিক্সন (৯ জানুয়ারি ১৯১৩ - ২২ এপ্রিল ১৯৯৪) - মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি।
- জিম মরিসন (৮ ডিসেম্বর ১৯৪৩ – ৩ জুলাই ১৯৭১) - দ্য ডোর্স ব্যান্ডের সঙ্গীতশিল্পী, গীতিকার ও কবি।
- মেগান ইয়াং (জ. ২৭ ফেব্রুয়ারি, ১৯৯০) - মিস ওয়ার্ল্ড ফিলিপাইন ২০১৩ ও মিস ওয়ার্ল্ড ২০১৩, অভিনেত্রী ও মডেল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2017 U.S. Gazetteer Files"। মার্কিন আদমশুমারি দপ্তর। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯।
- ↑ ক খ "County Population Totals and Components of Change: 2010-2018"। মার্কিন আদমশুমারি দপ্তর। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯।
- ↑ ক খ "American FactFinder"। মার্কিন আদমশুমারি দপ্তর। সেপ্টেম্বর ১১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯।
- ↑ "US Board on Geographic Names"। United States Geological Survey। অক্টোবর ২৫, ২০০৭। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯।
- ↑ "State & County QuickFacts"। মার্কিন আদমশুমারি দপ্তর। জানুয়ারি ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯।