অ্যালিসন স্ট্রিটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যালিসন স্ট্রিটার এমবিই (জন্মঃ ১৯৬৪) একজন ব্রিটিশ দূরপাল্লার সাতারু। সবথেকে বেশিবার (৪৩ বার) ইংলিশ চ্যানেল সাঁতরে পার হবার বিশ্বরেকর্ড তার দখলে এবং সেজন্য তাকে “ইংলিশ চ্যানেলের রানি” (Queen of the English Channel) বলা হয়। তিনি এক বছরে সাতটি চ্যানেল পার হয়েছেন। ১৯৮৮ সালে ৮ ঘণ্টা ৪৮ মিনিটে ফ্রান্স থেকে ইংল্যান্ড সাঁতরে উনি মহিলাদের মধ্যে রেকর্ড স্থাপন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]