অ্যামি রায়ান
অ্যামি রায়ান | |
---|---|
ইংরেজি: Amy Ryan | |
![]() ২০২৪ সালে উল্ফস-এর উদ্বোধনী প্রদর্শনীতে রায়ান | |
জন্ম | অ্যামি বেথ জিয়েউইনৎকোভ্স্কি ৩ মে ১৯৬৮ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৭–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | এরিক স্লোভিন (বি. ২০১১) |
সন্তান | ১ |
পুরস্কার | পূর্ণ তালিকা |
অ্যামি বেথ জিয়েউইনৎকোভ্স্কি (জন্ম: ৩ মে ১৯৬৮),[১] পেশাগতভাবে অ্যামি রায়ান নামে সুপরিচিত, হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৯৮৭ সালে পেশাদার মঞ্চে অভিনয় শুরু করেন এবং ১৯৯৩ সালে ওয়েন্ডি ওয়াসারস্টাইনের দ্য সিস্টার্স রোজেন্সওয়েগ নাটকের প্রথম মঞ্চায়নে বিকল্প শিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে। তিনি আঙ্কল ভানিয়া (২০০০) ও আ স্ট্রিটকার নেমড ডিজায়ার (২০০৫)-এ অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগ টনি পুরস্কার এবং ডাউট: আ প্যারাবল (২০২৪)-এ অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগ টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তিনি রোমাঞ্চকর গন বেবি গন (২০০৭) চলচ্চিত্রে একক মা চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ইউ ক্যান কাউন্ট অন মি (২০০০), ক্যাপোটি (২০০৫), বিফোর দ্য ডেভল নোজ ইউ'র ডেড (২০০৭), চেঞ্জলিং (২০০৮), বার্ডম্যান (২০১৪), ব্রিজ অব স্পাইজ (২০১৫), দি ইনফিলট্রেটর (২০১৬), ও বো ইজ অ্যাফ্রেইড (২০২৩)।
টেলিভিশনে তিনি এইচবিওর অপরাধ ধারাবাহিক দ্য ওয়্যার (২০০২-২০০৮)-এ বেডি রাসেল চরিত্রে এবং এনবিসির সিটকম দি অফিস (২০০৮-২০১১)-এ হলি ফ্যাক্স চরিত্রে অভিনয় করেন। এছাড়া তাকে এইচবিওর নাট্যধর্মী ধারাবাহিক ইন ট্রিটমেন্ট (২০১০), হুলুর রহস্যধর্মী হাস্যরসাত্মক ধারাবাহিক অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং (২০২১–২০২৪), ও অ্যাপল টিভি+-এর রহস্যধর্মী ধারাবাহিক সুগার (২০২৪)-এ তাকে দেখা যায়।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অ্যামি বেথ জিয়েউইনৎকোভ্স্কি ১৯৬৮ সালের ৩রা মে নিউ ইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিংয়ে জন্মগ্রহণ করেন। তার মাতা পামেলা (বিবাহপূর্ব: রায়ান)[২][৩] একজন সেবিকা এবং পিতা জন জিয়েউইনৎকোভ্স্কি ট্রাকিং ব্যবসায়ের মালিক। অ্যামি পোলীয়, আইরিশ ও ইংরেজ বংশোদ্ভূত।[৪] ১৯৭০-এর দশকে বেড়ে ওঠা অ্যামি ও তার বোন লরা বাইকে করে ডেইলি নিউজ সরবরাহ করতেন। কৈশোরে অ্যামি আপস্টেট নিউ ইয়র্কে স্টেজডোর ম্যানর পারফর্মিং আর্টস সেন্টারে অংশগ্রহণ করেন। ১৭ বছর বয়সে তিনি নিউ ইয়র্কের হাই স্কুল অব পারফর্মিং আর্টস থেকে পড়াশোনা সম্পন্ন করেন।[৫] হাই স্কুলে থাকাকালীন তিনি বিলক্সি ব্লুজের জাতীয় সফরে সুযোগ পান এবং তিনি পরের দশকে ধারাবাহিকভাবে অফ-ব্রডওয়ে মঞ্চে কাজ করতে থাকেন। তিনি তার মায়ের বিবাহপূর্ব নাম তার মঞ্চনাম হিসেবে ব্যবহার করেন।[৫]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০০৭ | একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | গন বেবি গন | মনোনীত | [৬] |
২০০৭ | গোল্ডেন গ্লোব পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী – চলচ্চিত্র | মনোনীত | [৭] | |
২০০৭ | স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার | পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় | মনোনীত | [৮] | |
২০১৪ | চলচ্চিত্রে সেরা অভিনয়শিল্পীদল | বার্ডম্যান | বিজয়ী | [৯] | |
২০২১ | হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অভিনয়শিল্পীদল | অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং | মনোনীত | [১০] | |
২০০০ | টনি পুরস্কার | মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী | আঙ্কল ভানিয়া | মনোনীত | [১১] |
২০০৫ | মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী | আ স্ট্রিটকার নেমড ডিজায়ার | মনোনীত | [১২] | |
২০২৪ | মঞ্চনাটকে শ্রেষ্ঠ মুখ্য অভিনেত্রী | ডাউট: আ প্যারাবল | মনোনীত | [১৩] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Celebrity birthdays for the week of May 3-9"। অ্যাসোসিয়েটেড প্রেস। মে ২৭, ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ মার্কস, পিটার (১০ অক্টোবর ২০১০)। "Amy Ryan: A journeyman's actress co-stars in 'Jack Goes Boating'"। দ্য ওয়াশিংটন পোস্ট।
- ↑ "Saturday (Day 2) at the Fair"। Njherald.mycapture.com। অক্টোবর ৩১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ গ্রস, টেরি (২০১০)। "Amy Ryan: From 'The Office' To The 'Green Zone'"। এনপিআর। মার্চ ১৪, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ ক খ "Amy Ryan"। হ্যালো। সেপ্টেম্বর ২৩, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "80th Academy Awards"। Oscars.org। অক্টোবর ৭, ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "Amy Ryan - Golden Globe Awards"। goldenglobes.com। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "14th Screen Actors Guild Awards"। sagawards.org। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "21st Screen Actors Guild Awards"। sagawards.org। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "28th Screen Actors Guild Awards"। sagawards.org। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "2000 Tony Awards Nominees"। আমেরিকান থিয়েটার উইং। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ "2005 Tony Awards Nominees"। আমেরিকান থিয়েটার উইং। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
- ↑ শারমান, রেচেল (৩০ এপ্রিল ২০২৪)। "Tony Awards Nominations 2024: The Complete List"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে অ্যামি রায়ান (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে অ্যামি রায়ান (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যামি রায়ান (ইংরেজি)
- ১৯৬৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- পোলীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- কুইন্স, নিউ ইয়র্কের অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার বিজয়ী