বিষয়বস্তুতে চলুন

অ্যাবি কর্নিশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাবি কর্নিশ
কর্নিশ, ২০১২ সালে
জন্ম (1982-08-07) ৭ আগস্ট ১৯৮২ (বয়স ৪২)
লোচিনভার, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
অন্যান্য নামডাস্ক
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৭–বর্তমান
আত্মীয়ইজাবেল কর্নিশ (বোন)

অ্যাবি কর্নিশ (জন্ম: ৭ আগস্ট ১৯৮২) একজন অস্ট্রেলীয় অভিনেত্রী। তিনি সামারসল্ট (২০০৪)-এ হাইডি, ব্রাইট স্টার (২০০৯)-এ ফ্যানি ব্রোন, সাকার পাঞ্চ (২০১১)-এ সুইট পি, লিমিটলেস (২০১১)-এ লিন্ডি, রোবোকপ (২০১৪)-এ ক্লারা মারফি এবং জিওস্টর্ম (২০১৭)-এ সারা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি লেখক/পরিচালক মার্টিন ম্যাকডোনার সাথে সেভেন সাইকোপ্যাথস (২০১২) ও থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি (২০১৭)-এ অভিনয় করেছেন। পরবর্তী চলচ্চিত্রটির জন্য তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জেতেন। ২০১৮ সালে তিনি অ্যামাজন ভিডিও সিরিজ জ্যাক রায়ান-এর প্রথম মৌসুমে জন ক্র্যাসিনস্কির বিপরীতে ক্যাথি মুলার চরিত্রে অভিনয় করেন এবং একই চরিত্রে ২০২৩ সালের সিরিজটির চতুর্থ ও চূড়ান্ত মৌসুমে পুনরায় ফিরে আসেন। এছাড়া তিনি অ্যান্থনি হপকিন্সের সাথে দ্য ভার্চুওসো (২০২১) চলচ্চিত্রে ডিক্সি চরিত্রে অভিনয় করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অ্যাবি কর্নিশ ৭ আগস্ট ১৯৮২ সালে লোচিনভার, নিউ সাউথ ওয়েলসে শেলি ও ব্যারি কর্নিশের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় হিসেবে জন্মগ্রহণ করেন।[] তার বোন, ইজাবেল কর্নিশ, একজন অভিনেত্রী। নিউক্যাসলে চলে আসার আগে তিনি ১৭০ একরের একটি খামারবাড়িতে বেড়ে ওঠেন।[] কিশোরী বয়সে কর্নিশ স্বাধীন ও বিদেশি চলচ্চিত্রের প্রতি আকর্ষিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Famous birthdays for Aug. 7: Charlize Theron, David Duchovny"United Press International। ৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯ 
  2. Mandell, Andrea (২১ মার্চ ২০১১)। "Abbie Cornish lives the fantasy"USA Today। সংগ্রহের তারিখ ২২ মে ২০১১ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; SMHAbsolutemadonna নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি