অ্যান্ড্রু রবার্টস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যান্ড্রু রবার্টস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যান্ড্রু ডানকান গ্লেন রবার্টস
জন্ম(১৯৪৭-০৫-০৬)৬ মে ১৯৪৭
টি আরোহা, নিউজিল্যান্ড
মৃত্যু২৬ অক্টোবর ১৯৮৯(1989-10-26) (বয়স ৪২)
ওয়েলিংটন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩৩)
৫ ফেব্রুয়ারি ১৯৭৬ বনাম ভারত
শেষ টেস্ট২৬ নভেম্বর ১৯৭৬ বনাম ভারত
একমাত্র ওডিআই
(ক্যাপ ২৫)
১৬ অক্টোবর ১৯৭৬ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১১২ ৩৪
রানের সংখ্যা ২৫৪ ১৬ ৫,৮৬৫ ৬৬৮
ব্যাটিং গড় ২৩.০৯ ১৬.০০ ৩৪.৭০ ৩০.৩৬
১০০/৫০ ০/১ ০/০ ৭/৩১ ০/৭
সর্বোচ্চ রান ৮৪* ১৬ ১২৮* ৮০
বল করেছে ৪৪০ ৫৬ ২,৫২০ ৭০৬
উইকেট ৮৪ ২২
বোলিং গড় ৪৫.৫০ ৩০.০০ ৩০.০০ ৩২.০৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ১/১২ ১/৩০ ৫/৩০ ২/২১
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ১/- ৭৩/- ১৩/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ অক্টোবর ২০২০

অ্যান্ড্রু ডানকান গ্লেন রবার্টস (ইংরেজি: Andrew Roberts; জন্ম: ৬ মে, ১৯৪৭ - মৃত্যু: ২৬ অক্টোবর, ১৯৮৯) ওয়াইকাতোর টি আরোহা এলাকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন অ্যান্ড্রু রবার্টস

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৬৭-৬৮ মৌসুম থেকে ১৯৮৩-৮৪ মৌসুম পর্যন্ত অ্যান্ড্রু রবার্টসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দলে তিনি মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার ছিলেন।

ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে প্লাঙ্কেট শীল্ড প্রতিযোগিতায় ১৯৬৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলেছেন। এছাড়াও, ওয়াইকাতো, হ্যামিল্টন ও প্লেন্টি বে দলের পক্ষে ১৯৬৮ থেকে ১৯৮২ সময়কালে হক কাপে অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে সাতটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন অ্যান্ড্রু রবার্টস। ৫ ফেব্রুয়ারি, ১৯৭৬ তারিখে ক্রাইস্টচার্চে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৬ নভেম্বর, ১৯৭৬ তারিখে চেন্নাইয়ে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ১৬ অক্টোবর, ১৯৭৬ তারিখে শিয়ালকোটে স্বাগতিক পাকিস্তান দলের বিপক্ষে নিজস্ব একমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছিলেন তিনি।

১৯৭৬ সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাসে সাত টেস্টে অংশগ্রহণ করেছিলেন।

২৬ অক্টোবর, ১৯৮৯ তারিখে মাত্র ৪২ বছর বয়সে ওয়েলিংটন এলাকায় আকস্মিকভাবে অ্যান্ড্রু রবার্টসের দেহাবসান ঘটে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Wisden 1990, p. 1211.

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]