এন্টি টেররিজম ইউনিট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অ্যান্টি টেররিজম ইউনিট থেকে পুনর্নির্দেশিত)
এন্টি টেররিজম ইউনিট
{{{logocaption}}}
সংক্ষেপএটিইউ
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকাল১৯ নভেম্বর, ২০১৯
কর্মচারী৫৮১
অঞ্চল কাঠামো
পরিচালনার অঞ্চল বাংলাদেশ
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
প্রধান কার্যালয়বাড়ি নংঃ ৩৫, বি ব্লক, বারিধারা, ঢাকা
সংস্থার কার্যনির্বাহক
  • কামরুল আহসান বিপিএম বার, অ্যাডিশনাল আইজি
মাতৃ-সংস্থাবাংলাদেশ পুলিশ
ওয়েবসাইট
atu.police.gov.bd

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) হচ্ছে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত বাংলাদেশ পুলিশের একটি শাখা। বাংলাদেশে কাউন্টার টেররিজমের ন্যাশনাল ইউনিট হিসেবে এটি কাজ করবে।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

২০১৭ সালে ২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় পুলিশের এই ইউনিটটি সৃষ্টি করা হয়[৩] ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে এর কার্য্যক্রম শুরু হয়।[১]

কাঠামো[সম্পাদনা]

ঢাকায় পূর্বাচুলে এর সদর দপ্তর ও বিভাগীয় শহরে আঞ্চলিক কার্যালয় হবে।[৩] সিটিটিসি ও এর আওতায় পরিচালিত হবে।[১] একজন অ্যাডিশনাল আইজি, একজন ডিআইজি, দুই জন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন এসপি, ১০ জন অ্যাডিশনাল এসপি, ১২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৭৫ জন ইনস্পেক্টর, ১২৫ জন সাব ইনস্পেক্টর সহ বাকি পদগুলো কনস্টেবল।[১]

এই ইউনিটের বিভিন্ন শাখা হচ্ছেঃ[৪]

  1. সোয়াত টিম
  2. ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম
  3. বোম্ব বিস্ফোরণ ইনভেস্টিগেশন টিম
  4. ক্রাইসিস ইমার্জেন্সি রেসপন্স টিম
  5. এক্সপ্লোসিভ ডিসপোজাল টিম
  6. কেনাইন স্কোয়াড (ডগ স্কোয়াড)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যান্টি টেররিজম ইউনিটের দুই বছর: সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সরকারের"banglatribune.com। ১ আগস্ট ২০১৯। ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  2. "জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশে নতুন অ্যান্টি টেররিজম ইউনিট"bd-pratidin.com। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  3. "জঙ্গি দমনে পুলিশের নতুন ইউনিট 'অ্যান্টি টেররিজম'"prothomalo.com। ৫ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯ 
  4. "পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বিধি চূড়ান্ত"deshrupantor.com। ২১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯