বিষয়বস্তুতে চলুন

অ্যানিমে সম্মেলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যানিমে এক্সপো ২০০৪ সম্মেলন কেন্দ্রের বাইরের চিত্র

অ্যানিমে সম্মেলন প্রধাণত অ্যানিমেমাঙ্গা ও জাপানি সংস্কৃতি নিয়ে করা হয়. সাধারণভাবে এটি বেশ কিছুদিন নিয়ে করা হয় এবং স্থান হিসেবে নেয়া হয় সম্মেলন কেন্দ্র, হোটেল, বা কলেজ ক্যাম্পাস. সম্মেলনে বিভিন্ন কার্যক্রম এবং প্যানেল থাকে, অ্যানিমে সম্মেলনে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ কসপ্লে করে যা অন্যান্য ফ্যান সম্মেলনের চেয়ে বেশি। এটা ব্যবসার জন্য ভালো কারণ এতে বিভিন্ন স্টুডিও, পরিবেশক ও প্রকাশকরা তাদের প্রকাশিত কাজের প্রচার করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]