অশ্মমণ্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৃথিবীর অশ্বমন্ডলের টেকটোনিক প্লেট
Earth cutaway from core to crust, the lithosphere comprising the crust and lithospheric mantle (detail not to scale)

অশ্মমন্ডল বলতে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্রহ-উপগ্রহসমূহের এমন একটি স্তরকে বোঝানো হয় যেটি মূলত বহিরাবরণ হিসাবে কাজ করে থাকে। পৃথিবীর অশ্মমন্ডল ভূত্বক থেকে শুরু হয়ে ম্যান্টেলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত।[১] কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামণ্ডল বলে। বিভিন্ন ধরনের শক্ত শিলা দিয়ে ভূত্বক বা শিলামণ্ডল গঠিত। শিলামণ্ডলের গভীরতা সর্বত্র সমান নয়। সমুদ্রের তলদেশে এর গভীরতা মাত্র ৫ কিমি। কিন্তু মহাদেশের অংশে এর গভীরতা প্রায় ৩৫ কিমি। শিলামণ্ডলের সবচেয়ে ওপরের অংশটি সিলিকা (Si) ও অ্যালুমিনিয়াম (AI) দ্বারা গঠিত হওয়ায় একে সিয়াল (SIAL) স্তর বলে। মহাদেশগুলি সিয়াল স্তর দ্বারা গঠিত। এই স্বরে গ্রানাইট জাতীয় শিলা দেখা যায়। অন্যদিকে মহাসাগরগুলি শিলা স্তর দ্বারা গঠিত। এই স্তরে ব্যাসল্ট জাতীয় শিলা দেখা যায়। মহাদেশের শিলার ঘনত্ব ও ওজন মহাসাগরের শিলার থেকে কম বলে মহাসাগরগুলির ওপর মহাদেশগুলি ভাসমান অবস্থায় বিরাজ করছে।

পৃথিবীর অশ্মমন্ডল[সম্পাদনা]

প্রকৃতি[সম্পাদনা]

পৃথিবীর অশ্মমন্ডল দুই ধরনেরঃ

  • মহাদেশীয় অশ্মমন্ডল
  • মহাসাগরীয় অশ্মমন্ডল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.oldsite.dailyjanakantho.com[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] পৃথিবীর স্তরবিন্যাস; প্রকাশঃ ৫ জানুয়ারী ২০১১।