অশোক সরাফ
অশোক সরাফ | |
---|---|
![]() ২০১১ সালে সরাফ | |
জন্ম | |
অন্যান্য নাম | মহানায়ক, অশোক সম্রাট, মামা |
পেশা |
|
কর্মজীবন | ১৯৬৯–বর্তমান |
কর্ম | সম্পূর্ণ তালিকা |
দাম্পত্য সঙ্গী | নিবেদিতা সরাফ (বি. ১৯৯০) |
সন্তান | ১ |
পুরস্কার | ৪ ফিল্মফেয়ার মারাঠি পুরস্কার ফিল্মফেয়ার মারাঠি আজীবন সম্মাননা পুরস্কার |
সম্মাননা | পদ্মশ্রী (২০২৫) মহারাষ্ট্র ভূষণ পুরস্কার (২০২৩) সংগীত নাটক অকাদেমি পুরস্কার (২০২২) ভি. শান্তারাম পুরস্কার (২০০৬) |
অশোক সরাফ (জন্ম: ৪ জুন ১৯৪৭) একজন ভারতীয় অভিনেতা ও কমেডিয়ান, যিনি মারাঠি এবং হিন্দি চলচ্চিত্র জগতে তার কাজের জন্য পরিচিত। তিনি এই দুই ভাষাতেই মঞ্চনাটকে অভিনয় করেছেন। সরাফ তার ক্যারিয়ারে বহু পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ১১টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ৪টি ফিল্মফেয়ার মারাঠি পুরস্কার। তাঁকে মারাঠি চলচ্চিত্র জগতে মহানায়ক (আক্ষ. 'সর্বশ্রেষ্ঠ অভিনেতা'), অশোক সম্রাট এবং মামা নামে ডাকা হয়।[১][২][৩] ২০১৬ সালে, মারাঠি চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সরাফ ফিল্মফেয়ার মারাঠি আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন। ২০২৩ সালে, মহারাষ্ট্র রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত হন।[৪] ২০২৫ সালে, ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়।[৫]
১৯৮০-এর দশকের শুরুর দিক থেকে অশোক সরাফ মারাঠি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে শুরু করেন। ১৯৮৫ সাল থেকে মারাঠি চলচ্চিত্রে কমেডি ছবির এক নতুন ঢেউ তৈরি হয়, যা এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের আনন্দ দিয়েছিল। এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অশোক সরাফ, লক্ষ্মীকান্ত বের্ডে, শচীন পিলগাঁওকর এবং মহেশ কোঠারে। প্রধান চরিত্রে অভিনয় করে সরাফ বেশ কিছু সুপারহিট মারাঠি সিনেমা উপহার দেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবি হলো— এক দাভ ভুটাছা (১৯৮২), ধুম ধড়কা (১৯৮৫), গাম্মত জাম্মাত (১৯৮৭), ভুটাছা ভাউ (১৯৮৯), বলচে বাপ ব্রহ্মচারী (১৯৮৯), আশি হি বনওয়া বনভ (১৯৮৮) এবং আয়ত্যা ঘরত ঘরোবা (১৯৯১)।
বলিউডেও তিনি বহু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো - করন অর্জুন (১৯৯৫), ইয়েস বস (১৯৯৭), জড়ু কাজ গোলাম (২০০০) এবং সিংঘম (২০১১)। এছাড়াও, তিনি বহু হিন্দি টেলিভিশন সিটকম-এ অভিনয় করেছেন।[৬]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সরাফ ১৯৪৭ সালের ৪ জুন বম্বেতে (বর্তমান মুম্বাই) জন্মগ্রহণ করেন।[৭][৮] তিনি দক্ষিণ মুম্বইের চিকালওয়াড়ি এলাকায় বড় হন এবং শিক্ষার জন্য ডিজিটিজি বিদ্যালয়ে পড়াশোনা করেন।[৯] বর্ষীয়ান অভিনেতা অশোক কুমারের নামানুসারে তার নাম রাখা হয় "অশোক"।[৮]
কর্মজীবন
[সম্পাদনা]সরাফ ১৯৬৯ সাল থেকে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কাজ করছেন। তিনি ২৫০টিরও বেশি মারাঠি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে ১০০টিরও বেশি বাণিজ্যিকভাবে সফল হয়েছে। তিনি মূলত কমেডি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ১৯৬৯ সালে মারাঠি চলচ্চিত্র জনাকি দিয়ে।[৩] এরপর তিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে দোन्हি ঘরচা पाहुणा, জাওয়াল ইয়ে লাজু নকো, তুমচা आमচা জামলা, চিমানরাও গুন্ড্যাভাউ, দীদ শাহাণে, হলদি কুঙ্কু, দুনিয়া করি সালামসহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি মারাঠি ছবিতে লক্ষ্মীকান্ত বের্ডে, শচীন পিলগাঁওকর এবং মহেশ কোঠারেের সঙ্গে কাজ চালিয়ে যান। তার অভিনীত উল্লেখযোগ্য মারাঠি চলচ্চিত্রগুলোর মধ্যে আশি হি বনতা বানভি, আয়াত্য ঘরাত ঘরোবা, বালাচে বাপ ব্রহ্মচারী, ভূতাচা ভাউ এবং ধুম ধড়াকা বিশেষভাবে জনপ্রিয়।[১০]
সরাফ বিভিন্ন মারাঠি নাটক ও হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি নিজের প্রযোজনা সংস্থা অঙ্কিত "টেলিফিল্মস" প্রতিষ্ঠা করেন, যা তার স্ত্রী নিবেদিতা সরাফ পরিচালনা করেন।[১১]
মারাঠি চলচ্চিত্র
[সম্পাদনা]
অশোক সরাফ মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা লক্ষ্মীকান্ত বেরডে-এর সঙ্গে জুটি বেঁধে বেশ সাফল্য অর্জন করেন। বেরডে মারাঠি চলচ্চিত্রের পাশাপাশি বহু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। সরাফ, বের্ডে এবং শচীন পিলগাঁওকর একসঙ্গে বহু মারাঠি ছবিতে কাজ করেছেন।[১২] ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত আশি হি বনও বানভি চলচ্চিত্রে তিনি ধনঞ্জয় মানে চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে তার সঙ্গে ছিলেন মারাঠি চলচ্চিত্রের দুই সুপারস্টার শচীন পিলগাঁওকর ও লক্ষ্মীকান্ত বের্ডে। ছবিটি দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করে।[১৩][১৪]
হিন্দি চলচ্চিত্র
[সম্পাদনা]সরাফ বলিউডে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার কিছু স্মরণীয় চরিত্র দেখা যায় সিংঘম, পেয়ার কিয়া তো ডরনা কেয়া, গুপ্ত: দ্য হিডেন ট্রুথ, কয়লা, ইয়েস বস, জোরু কা গোলাম এবং করন অর্জুন সিনেমায়।[১৫]
হিন্দি টেলিভিশন সিরিয়াল
[সম্পাদনা]সরাফ জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন। তিনি ইয়ে ছোট বড়ি বাতেঁ এবং হাম পাঁচ-এ (আনন্দ মাথুর চরিত্রে) গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।[১১] এছাড়া, ১৯৯০-এর দশকে সাহারা ওয়ানে তার কমেডি শো ডোন্ট উয়োরি হো জায়েগা সম্প্রচারিত হয়েছিল।[১৫]
মারাঠি নাটক
[সম্পাদনা]সরাফ তার ক্যারিয়ারে বহু মারাঠি নাটকে অভিনয় করেছেন। তার কিছু গুরুত্বপূর্ণ নাটক হল হামিদাবাইচি কোঠি, অনাধিকৃত, মানো-মিলান, হি রাম কার্ডিওগ্রাম, ডার্লিং ডার্লিং, সরখা চটিত দুখতায়, লাগিংহাই এবং ভ্যাকুয়াম ক্লিনার।[১৬]
গণমাধ্যমে
[সম্পাদনা]ভারতের গণমাধ্যমে সরাফকে অন্যতম বহুমুখী অভিনেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। মারাঠি ইন্ডাস্ট্রিতে তিনি ভালোবাসার নাম "মামা" হিসেবেও পরিচিত।[১৭]
২০২২ সালে, সরাফের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ে জি মারাঠি একটি বিশেষ মঞ্চানুষ্ঠানের আয়োজন করেছিল।[১৮][১৯] ১৯৮০-এর দশকে, সরাফ এবং লক্ষ্মীকান্ত বের্ডে মারাঠি চলচ্চিত্রে "সুপারস্টার" হিসেবে আবির্ভূত হন। তাদের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে, একসঙ্গে অভিনীত সিনেমাগুলো মারাঠি চলচ্চিত্রের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করত।[২০][২১][২২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]
১৯৯০ সালে তিনি অভিনেত্রী নিবেদিতা সরাফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[২৩] তাদের বিয়ে হয় গোয়ার মঙ্গেশ মন্দিরে, যেখানে সরাফের পরিবারের শিকড় রয়েছে।[২৪] তাদের একমাত্র সন্তান অনিকেত সরাফ, যিনি একজন শেফ।[৭][২৫]
২০১২ সালে, সরাফ মুম্বই–পুণে এক্সপ্রেসওয়েতে তালেগাঁও দাভাদের কাছে একটি বড় সড়ক দুর্ঘটনার শিকার হন, তবে ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান।[২৬]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Patrya Maruti Ganpati's one-of-a-kind tribute to Ashok Saraf"। ৯ সেপ্টেম্বর ২০২২। ১৭ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩।
অশোক সরাফকে তার আজীবন কৃতিত্বের জন্য সম্মানিত করা হয়েছে এবং তার চলচ্চিত্র শিল্পে অসাধারণ অবদানের জন্য "মহানায়ক" হিসেবে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ "Kon Honar Crorepati : मराठी सिनेसृष्टीचे महानायक अशोक सराफ येणार 'कोण होणार करोडपती'च्या मंचावर" (মারাঠি ভাষায়)। ২২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩।
মারাঠি বিনোদন জগত যাঁকে অশোক মামা নামে চেনে, সেই অভিজ্ঞ অভিনেতা অশোক সরাফ
অজানা প্যারামিটার|trans-quote=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ ক খ সিংহ, শশি (৪ জুন ২০২২)। "অশোক সরাফ: ঠাকুর তো গয়ো সে থেকে হবলদার পান্ডু পর্যন্ত, প্রতিটি চরিত্রই স্মরণীয় করে তুলেছেন" (হিন্দি ভাষায়)। ৪ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ "Veteran actor Ashok Saraf to be conferred with Maharashtra Bhushan Award 2023"। India Today। ৩০ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Ashok Saraf : अशोक सराफ यांना पद्मश्री पुरस्कार जाहीर, विनोदाच्या अनभिषिक्त सम्राटाचा सन्मान" (মারাঠি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "त्या मुलीने मामा बनवले"। ১২ জুলাই ২০১৫। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ ক খ "B'day: স্ত্রী অপেক্ষা ১৮ বছর বড় অশোক সরাফ, এই কারণে গোয়ায় করেছিলেন বিয়ে" (মারাঠি ভাষায়)। ৪ জুন ২০১৮। ২৮ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ ক খ "অশোক সরাফের সময়নিষ্ঠা"। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২৩।
- ↑ "অশোক সরাফ: অভিনেতা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য"। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২৩।
- ↑ "'দোन्हি ঘরচা पाहুণা' (১৯৭২) থেকে শুরু অশোক সরাফের বহুরূপী অভিনয়যাত্রা"। Loksatta। ১৬ সেপ্টেম্বর ২০১৪। ২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ ক খ "অশোক সরাফ - মহারাষ্ট্র মন্ডল কাতার"। Maharashtra Mandal (ইংরেজি ভাষায়)। ২ মার্চ ২০১৮। ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২৩।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ "সচিন, মহেশ—দুজনের অভিনয়ের ধরন ভিন্ন: অশোক সরাফ"। Marathi Webdunia। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ "গুণী ও শক্তিশালী অভিনেতা—অশোক সরাফ"। Marathi World। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ "অশোক সরাফ"। Maharashtra Times। ৫ আগস্ট ২০১৪। ২৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ ক খ "बैंक से लेकर बॉलीवुड तक, कुछ ऐसा रहा है अशोक सराफ का सफर" (হিন্দি ভাষায়)। ৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩।
- ↑ "Vacuum Cleaner Marathi Natak Review"। Rangbhoomi.com (মারাঠি ভাষায়)। ১২ নভেম্বর ২০২১। ১৩ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ Naik, Payal Shekhar (৪ জুন ২০২২)। "अशोक सराफ सगळ्यांचे मामा कसे झाले ठाऊक आहे का? वाचा त्यामागची भन्नाट स्टोरी" (মারাঠি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
- ↑ "Sunday होणार स्पेशल! अशोक मामांची बहुरंगी कारकीर्द दिसणार 'या' स्पेशल कार्यक्रमात" (মারাঠি ভাষায়)। ১ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
- ↑ "Zee Marathi's Special Show to Celebrate Ashok Saraf's 50-Year Journey in Acting"। ২ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
- ↑ Sharma, Unnati (১৬ ডিসেম্বর ২০১৯)। "Laxmikant Berde, Marathi superstar who was much beyond the characters he's remembered for"। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
- ↑ Das, Kusumika (৪ জুন ২০২৩)। "Happy Birthday Ashok Saraf: Karan Arjun To Yes Boss, Have A Look At Iconic Roles Of Marathi Superstar In Bollywood"। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
- ↑ "मराठी सिनेसृष्टीचा बादशाह आहेत अशोक सराफ, पण बॉलिवूडला त्यांची किंमत कळलीच नाही"। Maharashtra Times (মারাঠি ভাষায়)। ২৩ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪।
- ↑ "From marrying an actor twice her age to playing a lead at 54: A look at 'Agga Bai Sasubai' fame Nivedita Ashok Saraf's life" (ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২০।
- ↑ "Ashok Saraf Birthday Special: अशोक सराफ आणि निवेदिता सराफ यांनी मुंबईत लग्न न करता गोव्यातील या मंदिरात केले होते लग्न"। Lokmat (মারাঠি ভাষায়)। ৪ জুন ২০১৯। ২৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ "Aggabai Sasubai actor Nivedita Saraf wishes son Aniket on his birthday; writes a heartfelt note" (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "अशोक सराफ अपघातातून बचावले" (মারাঠি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১২। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
|url-status==live
অবৈধ (সাহায্য) - ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "Ashok Saraf"। ২২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ ক খ "অভিনয়সম্রাট অশোক সরাফ"। agrowon.com। ৬ নভেম্বর ২০১১। ৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "৮ম বার্ষিক স্ক্রিন অ্যাওয়ার্ডস"। ১৭ জানুয়ারি ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "মহারাষ্ট্রচা ফেবারিট কোন? ২০০৯" (মারাঠি ভাষায়)। ১ নভেম্বর ২০১০। ১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
|url-status==dead
অবৈধ (সাহায্য) - ↑ Valecha, Rohan; Risbood, Vaibhavi V; Sonavane, Gaurav (২৮ অক্টোবর ২০১৭)। "Jio Filmfare Awards Marathi 2017: সম্পূর্ণ বিজয়ীদের তালিকা"। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অশোক সরাফ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অশোক সরাফ (ইংরেজি)