বিষয়বস্তুতে চলুন

অশোক কুমার ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অশোক কুমার ভট্টাচার্য
জন্মঅশোক কুমার ভট্টাচার্য
(১৯১৯-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯১৯
কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১১ জুন ২০১৬(2016-06-11) (বয়স ৯৭)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পেশাপ্রত্নতাত্ত্বিক, জাদুঘরবিদ, শিল্প ইতিহাসবিদ
শিক্ষাপ্রতিষ্ঠানকলকাতা বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য রচনাপশ্চিমবঙ্গের মন্দির থেকে উৎসর্গীকৃত শিলালিপির একটি সংগ্রহ[]
উল্লেখযোগ্য পুরস্কারপদ্মশ্রী
দাম্পত্যসঙ্গীসবিতা ভট্টাচার্য[]
সন্তান

অশোক কুমার ভট্টাচার্য (১ ফেব্রুয়ারি ১৯১৯ - ১১ জুন ২০১৬) ছিলেন একজন ভারতীয় প্রত্নতাত্ত্বিক, জাদুঘরবিদ, শিল্প ইতিহাসবিদ এবং সংস্কৃতের অধ্যাপক। তিনি অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এক দশক ধরে কলকাতার ভারতীয় জাদুঘরের পরিচালক ছিলেন।[][] ভারত সরকার তাকে ২০১৭ সালের এপ্রিল মাসে মরণোত্তর পদ্মশ্রী প্রদান করে।[]

ভট্টাচার্যের কৃতিত্বের সাক্ষী রেখে শিল্প, প্রত্নতত্ত্ব, লিপিবিদ্যা এবং মুদ্রাবিদ্যার বিভিন্ন প্রেক্ষাপটের উপর ২৯টি বই[] এবং বিশ্বজুড়ে জার্নালে শত শত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০১২ সালে, জৈন মূর্তিতত্ত্বে তার অসামান্য অবদানের জন্য নতুন দিল্লিতে তাকে আচার্য হেমচন্দ্র সুরি সম্মানে ভূষিত করা হয়।

জীবনী

[সম্পাদনা]

ভট্টাচার্য্য উত্তর কলকাতায় অধ্যাপক হরিমোহন ভট্টাচার্য্যের পরিবারে ১ ফেব্রুয়ারি ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাউথ সাবারবান স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যেখানে তাঁর মূল বিষয় ছিল শিলালিপি ও প্রতিমাশাস্ত্র। এরপর ১৯৫২ সালে আরবি-ফারসি ইতিহাসে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। উভয় ক্ষেত্রেই তিনি স্বর্ণপদক লাভ করেন। এই সময়ে তিনি "কবিতীর্থ" ও "পুরাতীর্থ" উপাধিতে ভূষিত হন। তিনি ১৯৪৪ সালে আইন শিক্ষা সম্পূর্ণ করেন। ১৯৪৯ সালে তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। ওই বছরেই তিনি ভারতীয় জাদুঘরে সহ-সংরক্ষক হিসেবে যোগ দেন। পরে ১৯৬৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ভারতীয় জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন।[]

তিনি ১১ জুন ২০১৬ সালে কলকাতায় লেক গার্ডেনসের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তার লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য:[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bhattacharyya, A. K. (Asoke Kumar) 1919- WorldCat Identities
  2. Chakraborty, Amalendu (২০১৭)। "Progeny of Asoke Kumar Bhattacharyya"। Indian Culture – Multifacet Research – Commemoration Volume in Honour of Professor A. K. Bhattacharyya। Bharatiya Kala Prakashan: Kolkata। পৃষ্ঠা xvii। আইএসবিএন 978-8180903175 
  3. Bhattacharyya, Asoke Kumar (৮ ফেব্রুয়ারি ১৯৬৮)। "Chambā rumāl"। Indian Museum – Google Books-এর মাধ্যমে। 
  4. Bhattacharyya, Asoke Kumar (৮ ফেব্রুয়ারি ১৯৯৫)। A Pageant of Indian Culture: Art and Archaeology। Abhinav Publications। আইএসবিএন 9788170172734 – Google Books-এর মাধ্যমে। 
  5. "Padma Awards | Interactive Dashboard"dashboard-padmaawards.gov.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৫ 
  6. "Amazon.com: A. K. Bhattacharyya: Books, Biography, Blog, Audiobooks, Kindle"www.amazon.com 
  7. রায়, মনোলীনা ভট্টাচার্য (৩ ফেব্রুয়ারি ২০১৯)। "ভারতীয় শিল্প সীমান্তহীন, বিশ্বাস করতেন বাবা"Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০