অলভিন রোথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলভিন এলিয়ট রোথ
Alvin E. Roth 3 2012.jpg
জন্ম(১৯৫১-১২-১৮)১৮ ডিসেম্বর ১৯৫১
জাতীয়তাযুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (২০১২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগেম থিওরি, বাজার ব্যবস্থাপনা, নিরীক্ষামূলক অর্থনীতি

অলভিন এলিয়ট রোথ (১৯ ডিসেম্বর, ১৯৫১) যুক্তরাষ্ট্রের একজন অর্থনীতিবিদ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি অর্থনীতির গেম থিওরি, বাজার ব্যবস্থাপনা ও নিরীক্ষামূলক অর্থনীতি বিষয়ে গবেষণা করেছেন। ১৯৭১ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে মাস্টার্স ও ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।[১]

অলভিন ই রোথ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ (এনবিইআর) এবং ইকোনোমেট্রিক সোসাইটির সদস্য। "স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা তত্ত্ব"-এর জন্য তিনি অধ্যাপক লয়েড শ্যাপলের সাথে যৌথভাবে ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে শ্যাপলে ও রোথ"। ঢাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]