অর্চনা শাস্ত্রী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্চনা শাস্ত্রী
জন্ম (1981-10-08) ৮ অক্টোবর ১৯৮১ (বয়স ৪২)
অন্যান্য নামবেদ শাস্ত্রী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৩ – বর্তমান
দাম্পত্য সঙ্গীজগদীশ বক্তবাচালাম (বি. ২০১৯)

অর্চনা শাস্ত্রী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, তিনি তেলুগু, তামিল এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১] তিনি বিগ বস তেলুগু-এর প্রথম মরসুমের অন্যতম প্রতিযোগী ছিলেন, যেটি উপস্থাপনা করেছিলেন এন টি রামা রাও জুনিয়র। ২০১৯-এর নভেম্বরে তিনি একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা সংস্থার সহ-সভাপতি জগদীশ বক্তবাচালামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

বেদ শাত্রী, তিনি পরবর্তীকালে তার মঞ্চনাম অর্চনা থেকে পরিবর্তন যার দ্বারা তিনি আরো জনপ্রিয় পরিচিত ছিল। [৩] তিনি নেনু, নবুভস্তান্তে নেণোডদান্তানা এবং তেলেগুতে শ্রী রামাদাসু এবং কান্নার আ আ দিনাগালু অভিনেতাদের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

টেলিভিশন[সম্পাদনা]

বছর অনুষ্ঠান ভূমিকা চ্যানেল ফলাফল
২০১৭ বিগ বস তেলুগু ১ চূড়ান্ত প্রতিযোগী স্টার মা ৫ম স্থান

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভুমিকা ভাষা মন্তব্য
২০০৪ তাপানা রিধিমা তেলুগু বেদ হিসাবে কৃতিত্ব
নেনু দিব্যা তেলুগু
কনচেমে টাচলো ভুন্টে চুপুতানু অলকানন্দা তেলুগু
সূর্যম স্বতী তেলুগু
২০০৫ নুভুস্তান্তে নেনোদ্দান্তা ললিতা তেলুগু মনোনীত - সেরা সহায়ক অভিনেত্রী - ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু
২০০৬ লঙ্কা মালয়ালম
তানু তান্মাই তেলুগু
কোকিলা শশী তেলুগু
শ্রী রামাদাসু সীতা তেলুগু
পৌরনমি তেলুগু
সামান্যডু অপর্ণা তেলুগু
২০০৭ আথিলি সতীবাবু এলকেজি তেলুগু
আগারাম অর্চনা তামিল
যমডোঙ্গা মেনাকা তেলুগু
আ দিনাগালু মল্লিকা কন্নড়
ভেগাম অর্চনা তামিল
২০০৮ পান্ডুরঙ্গাদু তেলুগু
২০০৯ ব্যাংক তেলুগু
মিঞ্চু বাড্ডি মাদেবী কন্নড়
তামিঝাগাম তামিল
২০১০ রামদেব তেলুগু
খালেজা তেলুগু
ব্রোকার টিভি৯ রিপোর্টার তেলুগু
মেঘবর্ষিনী কন্নড়
২০১১ পরম বীর চক্র মন্দোদরী তেলুগু
২০১২ কুলুমানালি অপর্ণা তেলুগু
২০১৩ করূপমপট্টি তামিল
বালুপু স্বভূমিকায় তেলুগু
২০১৪ কমলাথো না প্রায়ণাম কমলা রাণী তেলুগু
প্রেমাথো নুভু বাস্তাবনী তেলুগু
মহা ভক্ত সিরিয়ালা তেলুগু
পঞ্চমী তেলুগু
২০১৫ লায়ন হরে কৃষ্ণা ড্যান্সার তেলুগু
মিথ্রি মহাদেবের স্ত্রী কন্নড়
মাই হিরো মিথ্রি ম্যানেজারের স্ত্রী মালয়ালম
থারুভাথা কথা তেলুগু
২০১৭ দ্য ফাইনাল এক্সিট স্বভূমিকায় হিন্দি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Veda-Interviews"Ragalahari.com। ২০০৫-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৪ 
  2. "This Diwali will be dhamakedaar as there are two weddings in my family: Bigg Boss Telugu fame Archana Shastry - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০১ 
  3. "Review - Nenu"Idlebrain.com। ২০০৪-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]