অরুমাইথুরাই থার্মালেচুমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুমাইথুরাই থার্মালেচুমি
জন্ম
মৃত্যুফেব্রুয়ারি ১১, ১৯৯৬

অরুমাইথুরাই থার্মালেচুমি ছিলেন শ্রীলঙ্কার ১৭ বছর বয়সী একজন সংখ্যালঘু তামিল মহিলা যিনি ১১ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে ত্রিনকোমালির কুমারপুরমে শ্রীলঙ্কার সরকারি সশস্ত্র বাহিনীর দ্বারা ধর্ষিত ও নিহত হন এবং এই কারণে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণ হয়ে ওঠেন তিনি।[১][২]

ঘটনা[সম্পাদনা]

থার্মালেচুমি তার প্রতিবেশী মোজেজ বিজয়ার ছেলে অ্যান্টনি জোসেফকে কিলিভেডির পড়াশোনার জায়গা থেকে আনতে গিয়েছিলন এবং ফিরে যাওয়ার সময় তাঁকে একটি দুধ সংগ্রহ কেন্দ্রে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। অ্যান্টনি জোসেফ, যে কিনা এটি থামাবার চেষ্টা করেছিলেন তাঁকেও গুলি করা হয়েছিল।[১][২][৩]

সরকারি তদন্ত[সম্পাদনা]

এই মামলায় এখন পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি হয়নি এবং কাউকে দোষী সাব্যস্তও করা হয়নি এই কারণে। মামলাটি অমীমাংসিত রয়েছে।[৪]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sri Lanka: Wavering Commitment to Civil Rights"অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ১৯৯৬। 
  2. "Asia: Refuge! Ethnicity and nationality. Refugees in Asia"অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ৩০ সেপ্টেম্বর ১৯৯৭। 
  3. "UA 35/96 Extrajudicial executions / Fear of further killings"। www.derechos.org। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. "Focusing on the Killiveddy Massacre"। মার্চ ১৩, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৪, ২০০৭