অরুণাচল প্রদেশের জনগোষ্ঠীসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অরুণাচল প্রদেশ-এ প্রায় ২০ টি মুখ্য জনগোষ্ঠী রয়েছে;[১] এদের মধ্যে অনেকগুলো উপ-জনগোষ্ঠীও আছে। এখানকার জনগোষ্ঠীসমূহের মধ্যে সামাজিক এবং সংস্কৃতিক ভিন্নতা দেখা যায়। জনগোষ্ঠীসমূহের নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে। অরুণাচলেরজনগোষ্ঠী সমূহের মধ্যে শিল্পনৈপুণ্য দক্ষতা দেখা যায়। চিত্ৰকলা, মৃৎ-শিল্প (pottery), দারু-শিল্প (wood carving) এবং বাঁশ-বেতের কার্যে জনগোষ্ঠীদের কলাকৌশল দেখতে পাওয়া যায়।[১] কিছু জনগোষ্ঠীর লোকেরা বয়ন-শিল্প এবং দারু-শিল্পকে জীবিকা হিসেবে গ্ৰহণ করেছে। এসব জনগোষ্ঠী সমূহের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে একতা-বদ্ধতা।

জনগোষ্ঠী[সম্পাদনা]

  • আদি
  • আপাতানি
  • বুগুন
  • হ্ৰোছ’
  • ছিংফ’(জনগোষ্ঠী)
  • খাম্বা এবং মেম্বা
  • মিচিমি

  • মনপা (জনগোষ্ঠী)
  • নিচি (জনগোষ্ঠী)
  • ছেৰ্ডুকপেন
  • তাগিন
  • খামতি (জনগোষ্ঠী)
  • য়ানছো (জনগোষ্ঠী)
  • নোক্তে
  • য়োবিন

  • চাকমা

আদি[সম্পাদনা]

আদি জনগোষ্ঠীর লোকেদের দুটা বিভাগ আছে: ব’গোম (Bogum) এবং ব’মি (Bomi)[২]

আপাতানি[সম্পাদনা]

আপাতানি মহিলা

বুগুন[সম্পাদনা]

হ্ৰোছ’[সম্পাদনা]

ছিংফ’[সম্পাদনা]

খাম্বা এবং মেম্বা[সম্পাদনা]

মিচিমি[সম্পাদনা]

ম’নপা[সম্পাদনা]

নিচি[সম্পাদনা]

নিচি জনগোষ্ঠী

খামতি[সম্পাদনা]

য়ানছ’[সম্পাদনা]

নোক্তে[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্ৰ[সম্পাদনা]

  1. "অৰুণাচল প্ৰদেশৰ জনগোষ্ঠীসমূহৰ বিষয়ে"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১২ 
  2. "আদি জনগোষ্ঠীৰ বিষয়ে"। ২৮ জুলাই ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১২