অমর আকবর এন্থনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমর আকবর এন্থনি
অমর আকবর এন্থনি চলচ্চিত্রের পোস্টার.jpg
পরিচালকমনমোহন দেসাই
প্রযোজকমনমোহন দেসাই
রচয়িতাকাদের খান (সংলাপ)
কেকে শুক্লা (দৃশ্যসমূহ)
চিত্রনাট্যকারপ্রয়াগ রাজ
কাহিনিকারজীবনপ্রভা এম দেসাই
পুষ্পা শর্মা(গল্প ধারণা)
শ্রেষ্ঠাংশেবিনোদ খান্না
অমিতাভ বচ্চন
ঋষি কাপুর
নীতু সিং
পারভিন ববি
শাবানা আজমি
নিরূপা রায়
প্রাণ
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
আনন্দ বকশী (গীতি)
চিত্রগ্রাহকপিটার পেরেরা
সম্পাদককমলকর কারখানিস
পরিবেশকহিরাওয়ার জৈন অ্যান্ড কোং
মুক্তি২৭ মে ১৯৭৭; ৪৬ বছর আগে (1977-05-27)
দৈর্ঘ্য১৮৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়প্রা. 15.5 crore

অমর আকবর এন্থনি (হিন্দি: अमर अकबर अ‍ॅन्थनी) হচ্ছে ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র।[১] তিনজন হিন্দু, মুসলিম এবং খ্রিষ্টান মানুষের বন্ধুত্বের কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন মনমোহন দেসাই, প্রযোজনাও মনমোহন নিজেই করেছিলেন এবং কাহিনী লিখেছিলেন কাদের খান[২] চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, নীতু সিং, শাবানা আজমি, নিরূপা রায়, প্রাণ সহ আরো অনেকে।[৩] তিন জন আপন ভাই যারা ছোটো বেলা আলাদা হয়ে যায় (হারিয়ে যায়) এবং তিনজনই হিন্দু তবে ছোটো বেলাতে তারা ভিন্ন ভিন্ন ধর্মের লোকদের দ্বারা লালিত পালিত হয় শুধু একজন বাদে, বাকি দুজনের একজন মুসলিম এবং অন্য আরেকজন খ্রিষ্টান দ্বারা লালিত হয়। বড় হয় হিন্দু ছেলেটা পুলিশ কর্মকর্তা হয়, মুসলিম ছেলেটা হয় একজন গায়ক আর খ্রিষ্টান ছেলেটা হয় একজন হোটেল ব্যবসায়ী।

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, ১৯৭৭ সালের অন্যতম সেরা দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল চলচ্চিত্র ছিলো এটি।[৪]

অভিনয়ে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]