অবনী বাড়ি আছো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অবনী বাড়ি আছো 
শক্তি চট্টোপাধ্যায় কর্তৃক রচিত
ধর্মে আছো জিরাফেও আছো (১৯৬৫) মূল কাব্যের প্রচ্ছদ
প্রচ্ছদ শিল্পীনিতাই ঘোষ
দেশভারত
ভাষাবাংলা
ধরনআধুনিক
গঠন৫+৫+২
ছন্দমাত্রাবৃত্ত
প্রকাশনার তারিখ১৯৬৫ (প্রথম সংস্করণ)
মিডিয়া ধরনমুদ্রণ (শক্তমলাট)
লাইন১২ (প্রথম সংস্করণ)[১]
আইএসবিএন৯৭৮৯৩৮৪৯৯২৩৪৭ (২০১৫) {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর
ওসিএলসি23577664
পূর্ববর্তীদেয়ালের কাছে
পরবর্তীআছে আছে সে এখানে আছে

অবনী বাড়ি আছো শক্তি চট্টোপাধ্যায় রচিত বারো পঙ্‌ক্তির রসোত্তীর্ণ কবিতা।[১] এটি তার ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থের অন্তর্গত যা ১৯৬৫ সালের অক্টোবরে (আশ্বিন ১৩৭২ বঙ্গাব্দ) বীক্ষণ প্রকাশ ভবন কর্তৃক প্রকাশিত হয়।[২][৩] কবিতাটি পাঠকপ্রিয়, বহুল প্রচারিত এবং আবৃত্তির কবিতা হিসেবে ব্যপক পরিচিত।[১]

আগস্ট ১৯৭৩ সালে শক্তি চট্টোপাধ্যায় অবনী বাড়ি আছো শিরোনামে একটি উপন্যাস প্রকাশ করেন।[৪]

গঠন[সম্পাদনা]

কবিতাটি পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।[১]

দুয়ার এঁটে / ঘুমিয়ে আছে / পাড়া ৫+৫+২
কেবল শুনি / রাতের কড়া / নাড়া ৫+৫+২
‘অবনী বাড়ি / আছো?’ ৫+২

বিবরণ[সম্পাদনা]

শক্তি চট্টোপাধ্যায়

বৃষ্টি পড়ে এখানে বারোমাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরাঙ্মুখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে–
‘অবনী বাড়ি আছো?’[৫]

অবনী বাড়ি আছো কবিতাটি এক বর্ষামুখর রাতের কবিতা,[১] যেখানে কবি নিজেকেই অবনী চরিত্র রূপে প্রকাশ করেছেন। তবে এ কবিতা রচনা প্রসঙ্গে শক্তি বলেছেন, নির্জন বাড়িতে মহুয়ার বোতলকে সঙ্গী করে কবি যখন সামনে মেঘদূত মালাকে দেখলেন তখন তার মনে হলো অসংখ্য গরু যেন যাত্রা করেছে। মেঘেরা গাভির মতো চড়ে বেড়াচ্ছে। অবনী দুয়ার এঁটে ঘুমিয়েছে, কে বা কারা যেন তার দরজার কড়া নাড়ছে। কে যেন তাকে ডাকছে আয় আয়। অবনী যেতে চায় নি। অবনী বলছে তুমি আমায় ডাকছো আমি চলে যেতে পারি। কিন্তু কেনো যাবো? আমারতো একটা ছোটো শিশুসন্তান রয়েছে, ওর মুখ ধরে চুমু খাবো। এই যে পারিবারিক মায়া-মমতা কবিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে চাইছে।

পরক্ষণেই হয়ত কবি আবার বুঝতে পারলেন যে, সে ইচ্ছে করলেই থাকতে পারবে না। চলে তার যেতে হবে। কোনো মমতার বন্ধন সন্তানের লাবণ্যময় মুখ তাকে আঁকড়ে রাখতে পারবে না। এ সব ভেবে কবি আবার বললেন, আমি যাবো কিন্তু এখনি যাবো না।[৬]

জনপ্রিয় সংস্কৃতিতে[সম্পাদনা]

২০১৭ সালের আগস্টে কবিতাটি অবলম্বনে একই নামে একটি সঙ্গীত প্রকাশিত হয়।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. তরুণ মুখোপাধ্যায়। দশক পঞ্চাশ ও তিন কবি। পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। আইএসবিএন 9789386708540। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৮ 
  2. শক্তি চট্টোপাধ্যায় (১৯৬৫)। ধর্মে আছ জিরাফেও আছআইএসবিএন 9789384992347। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. শক্তি চট্টোপাধ্যায় (অক্টোবর ১৯৬৫)। "Abani, are you home?" [অবনী বাড়ি আছো?]। parabaas.com (ইংরেজি ভাষায়)। বীক্ষণ প্রকাশ ভবন। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৮ 
  4. সমীর সেনগুপ্ত (সম্পাদক)। "শক্তি চট্টোপাধ্যায়-এর গ্রন্থপঞ্জি / ধর্মে আছো জিরাফেও আছো"parabaas.com (অনলাইন)। পরবাস। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৮ 
  5. অবনী বাড়ি আছো, লাইন ৫-৯, ধর্মে আছ জিরাফেও আছ, ১৯৬৫
  6. "শক্তিমান শক্তি চট্টোপাধ্যায়"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  7. গ্লিটজ প্রতিবেদক (১১ আগস্ট ২০১৭)। "তরুণের গানে শক্তি'র 'অবনী বাড়ি আছো?'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১৮