বিষয়বস্তুতে চলুন

অপর্ণা নায়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপর্ণা নায়ার
অপর্ণা নায়ার
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৭  – ২০২৩

অপর্ণা নায়ার হলেন একজন ভারতীয় অভিনেত্রী। ইনি মূলত মালায়ালাম সিনেমা জগতের সাথে যুক্ত।

কর্মজীবন

[সম্পাদনা]

অপর্ণাকে সিনেমার সাথে পরিচয় করিয়ে দেন প্রবীণ লেখক-পরিচালক লোহিতদাস। তার পরিচালিত নিবেদ্যম ছবির মাধ্যমে অপর্ণার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। [] নিবেদ্যমের পর অপর্ণা ছায়ামুখী নাটকে পাঞ্চালীর চরিত্রে অভিনয় করেন, যেখানে মোহনলাল এবং মুকেশ মুখ্য ভূমিকায় ছিলেন। [] অপর্ণা মণিকুত্তনের বিপরীতে ২০০৯ সালের চলচ্চিত্র মেঘতীর্থম- এ অভিনেত্রী কবিয়ুর পোন্নাম্মার অভিনীত চরিত্রের তরুণ বয়সের ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০১০ সালে, তিনি অরুণ কুমার অরবিন্দের ককটেল চলচ্চিত্রে অনুপ মেনন, জয়সূর্য এবং সম্ভ্রুতা সুনীলের মতো অভিনেতাদের সাথে অভিনয় করেন। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সাফল হয়। এই চলচ্চিত্রটিকে মালায়ালাম সিনেমায় নতুন ভাবধারার আন্দোলনের প্রথম দিকের সংজ্ঞায়িত চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। কেয়ামে চলচ্চিত্রে অপর্ণা অভিনেতা বালার সাথে জুটি বেঁধেছিলেন। []

অপর্ণার প্রথম তামিল চলচ্চিত্র ছিল এদুভুম নাদাক্কুম[] এরপর তিনি বিউটিফুল ছবিতে অভিনয় করেন এবং তার অভিনয়ের জন্য প্রশংসা পান। [] এরপর অপর্ণা শঙ্কর পরিচালিত স্ট্রিটলাইটে অভিনয় করেন, যেখানে তিনি চারটি চরিত্রে অভিনয় করেন। [] তিনি মাল্লু সিং, থাত্তাথিন মারায়াথু এবং জোশির রান ব্যাবি রানের মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। []

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা ভাষা নোট
২০০৫ মায়ূখম নলিনীর বন্ধু মালয়ালম প্রথম চলচ্চিত্র

ক্যামিও উপস্থিতি
২০০৬ নোটবুক টিভি সাংবাদিক মালয়ালম ক্যামিও উপস্থিতি
২০০৭ নিবেদ্যম হেমলতা মালয়ালম
২০০৯ মেঘতীর্থম তরুণ গায়ত্রী দেবী মালয়ালম
এধুভুম নাডাক্কুম পূজা তামিল
২০১০ ককটেল দেবী মালয়ালম
অম্মানিলাভু অজানা মালয়ালম
২০১১ কায়াম মুথুলক্ষ্মী মালয়ালম
বিউটিফুল মীরা মালয়ালম
২০১২ মল্লু সিং স্বেতা মালয়ালম
থাট্টাথিন মারায়াথু মেহরু মালয়ালম
রান বেবি রান ইন্দু পানিকার মালয়ালম
ওরু কুট্টি চোড্যম আক্কুর মা মালয়ালম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৩ মুম্বাই পুলিশ রাখি মেনন মালয়ালম
হোটেল ক্যালিফোর্নিয়া অনু মালয়ালম
সাইলেন্স লিজি জন কাটুঙ্গাল মালয়ালম
চিন্নি চিন্নি আশা অনু নায়ার তেলুগু
২০১৪ মাসালা রিপাবলিক শ্রেয়া মালয়ালম
অ্যাট আন্ধেরি মীরা মালয়ালম
বার্ন মাই বডি নার্স মালয়ালম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সেকেন্ডস টিনা মালয়ালম
২০১৫ স্ট্রিটলাইট হিমা মালয়ালম
সেন্ট মেরিসিল কলাপথাকাম পূজা মালয়ালম
মধুর নারাঙ্গা দীপা,

গাইনোকোলজিস্ট
মালয়ালম
সেলিব্রেট হ্যাপিনেস নিজে ইংরেজি ভিডিও গান
২০১৬ অভিমুখম অভিরামি মালয়ালম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৭ ভান্ন্যাম সিস্টার অ্যানিটা মালয়ালম
২০১৯ কাল্কি আবনী মালয়ালম
২০২১ থামারা থামারা মালয়ালম সরাসরি ওটিটি মুক্তি
২০২২ কাল্লান ডি'সুজা লক্ষ্মী ওয়ারিয়র মালয়ালম
২০২২ ওরুথী সাথী মালয়ালম
২০২২ দ্য রিয়ালাইজেশন যমুনা মালয়ালম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  1. "Aparna Nair, beautiful star on the horizon"Deccan Chronicle। ৯ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩ 
  2. "Upbeat"The Hindu। আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩ 
  3. "ഹിറ്റുകളുടെ കൂട്ടുകാരി , Interview - Mathrubhumi Movies" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১৩ তারিখে.
  4. "APARNA NAIR"। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩ 
  5. Admin. "Aparna Nair" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে.