বিষয়বস্তুতে চলুন

অন্নু রানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অন্নু রানী
ভুবনেশ্বরে ২২তম গেমসে অন্নু
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাটেমপ্লেট:ভারতীয়
জন্ম (1992-08-28) ২৮ আগস্ট ১৯৯২ (বয়স ৩২)
মীরাট, উত্তর প্রদেশ
উচ্চতা১.৬৫ মি (৫ ফু ৫ ইঞ্চি)
ওজন৬৩ কেজি (১৩৯ পা) (2014)
ক্রীড়া
ক্রীড়াট্র্যাক আন্ড ফিল্ড
বিভাগবর্শা নিক্ষেপ
দলভারত
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা৬৩.২৪ মিটার
(পাতিয়ালা ২০২১) NR
পদকের তথ্য
মহিলাদের মল্লক্রীড়া
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 Incheon মহিলাদের বর্শা নিক্ষেপ
এশিয়ান চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2017 Bhubaneswar মহিলাদের বর্শা নিক্ষেপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2019 Doha মহিলাদের বর্শা নিক্ষেপ

অন্নু রানী (জন্ম ২৮শে আগস্ট, ১৯৯২ সালে মিরাট[]) একজন ভারতীয় বল্লম নিক্ষেপকারী এবং বর্তমান জাতীয় রেকর্ড ধারক.[] তিনি অলিম্পিক গোল্ড কোয়েস্ট নামক সমাজসেবী প্রতিষ্ঠান দ্বারা সমর্থিত এবং ভারতের ক্রীড়াক্ষেত্রের এক উজ্জ্বল মুখ।

কর্মজীবন

[সম্পাদনা]

২০১৪ সালে জাতীয় আন্তঃ-রাজ্য প্রতিযোগিতায় ৫৮.৮৩ মিটার (১৯৩ ফুট) দূরে বল্লম নিক্ষেপ করে তিনি গুরমীত কৌর-এর জাতীয় রেকর্ড ভেঙে দেন।[] এই রেকর্ডের ফলে তিনি ২০১৪ সালের কমনোওয়েলথ গেমসের জন্যে যোগ্যতা অর্জন করেন যদিও গেমসে ৫৬.৩৭ মিটার দূরে নিক্ষেপ করে অষ্টম স্থান পান। সেই বছরেই ইঞ্ছেয়নে আয়োজিত এশিয়ান গেমসে ৫৯.৫৩ মিটার নিক্ষেপ করে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন এবং জাতীয় রেকর্ডকে উন্নত করেন। ২০১৯ সালে পাতিয়ালায় আয়োজিত মিটে তিনি ৬২.৩৪ মিটার নিক্ষেপ করেন; এটিই তার সেরা এবং জাতীয় রেকর্ড।

এশিয়ান আথলেটিক্স মিট

[সম্পাদনা]
  • ২০১৭ সালের ভুবনেশ্বরে আয়োজিত গেমসে ৫৭.৩২ মিটার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক জয় করেন
  • ২০১৯ সালের দোহায় আয়োজিত গেমসে ৬০.২২ মিটার নিক্ষেপ করে তিনি রৌপ্য পদক জয় করেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2014 ফিটনেসে প্রোফাইল"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯ 
  2. "54th National Inter-State Senior Athletics Championships 2014" (পিডিএফ)indianathletics.in। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৪ 
  3. "Annu Rani rewrites javelin record"The Hindu। ৭ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]