অন্নংভট্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অন্নংভট্ট (হিন্দি: अन्नंभट्ट) খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর প্রথম পাদে দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তিরুমল আচার্য। মাতার নাম জানা যায় না। কেউ বলেন, তিনি অন্ধপ্রদেশীয় ব্রাহ্মণ, কেউ বা বলেন ,তিনি তেলুগু ব্রাহ্মণ। তার অধ্যায়ন পীঠস্থান কাণী। কেউ বলেন, তিনি কৌন্ডিন্যপুরে বিদ্যাভ্যাস করেছিলেন। তিনি সুদীর্ঘকাল অধ্যাপনা করেছিলেন এবং গ্রন্থ রচনা ও করেছিলেন।

অন্নংভট্ট ছিলেন তর্কসংগ্রহের রচয়িতা। তিনি বেদান্ত দর্শনে সুপণ্ডিত ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. www.wisdomlib.org (২০১৮-১২-২৭)। "Annambhatta, Annaṃbhaṭṭa: 7 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]