অনেক সাধের ময়না
অবয়ব
| অনেক সাধের ময়না | |
|---|---|
অনেক সাধের ময়না চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | জাকির হোসেন রাজু |
| প্রযোজক | আব্দুল আজিজ |
| রচয়িতা | ফারজানা |
| শ্রেষ্ঠাংশে | মাহিয়া মাহী বাপ্পি চৌধুরী আনিসুর রহমান মিলন |
| সুরকার | ইমন সাহা শফিক তুহিন |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া |
| মুক্তি |
|
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
অনেক সাধের ময়না ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক জাকির হোসেন রাজু ও চিত্রনাট্য লিখেছেন ফারজানা। পরিবেশক ও প্রচারক হিসেবে কাজ করেছেন জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহী এবং বাপ্পি চৌধুরী।[১][২]
কাহিনীভাগ
[সম্পাদনা]ময়না গ্রামের সুন্দরী মেয়ে, মতি গ্রামের শিক্ষিত ছেলে এবং মনা গ্রামের একজন সাধারণ এবং নির্বোধ ছেলে। যখন ময়না তাদের উভয়ের জীবন থেকে হারিয়ে যায় তখন সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এই প্রেমের গল্প কি সবসময়ই ভালোভাবে শেষ হতে হবে? অথবা একটি দুঃখজনক বা উভয় হতে হবে?
অভিনয়ে
[সম্পাদনা]- মাহিয়া মাহী ময়না হিসেবে
- বাপ্পি চৌধুরী মতি হিসেবে
- আনিসুর রহমান মিলন মনা হিসাবে
- বিপাশা
- আলীরাজ
সংগীত
[সম্পাদনা]| ক্রমিক. | শিরোনাম | শিল্পী | গীতিকার | সুর |
|---|---|---|---|---|
| ১ | আমার এ প্রাণ বলেছে | পলাশ ও খেয়া | শাহ্ আলম সরকার | ইমন সাহা |
| ২ | এদিকে ওদিকে | শফিক তুহিন ও বিউটি দাস | আবু সায়েম চৌধুরী | শফিক তুহিন |
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০১৪ সালের ৭ই নভেম্বর মুক্তি পায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আজ থেকে 'অনেক সাধের ময়না'। বাংলাদেশ প্রতিদিন। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য) - ↑ "Mahi's "Onek Sadher Moyna" releases today" (ইংরেজি ভাষায়)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে অনেক সাধের ময়না