বিষয়বস্তুতে চলুন

অনুষ্কা সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুষ্কা সিং
জন্ম (1964-11-09) ৯ নভেম্বর ১৯৬৪ (বয়স ৬০)[]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৬–বর্তমান
পরিচিতির কারণমাতা কি চৌকি
দাম্পত্য সঙ্গীবৈভব (বি. ২০১৭)
সন্তান

অনুষ্কা সিং [] (জন্ম: ৯ নভেম্বর ১৯৬৪) [] একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিকে এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন।

অনুস্কা সিং ২০০৬ সালে ডিডি ন্যাশনালে সম্প্রচারিত ব্যারিস্টার রয় ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর তিনবি বিবিধ ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি সনি টিভির বিভিন্ন পর্বভিত্তিক ধারাবাহিক আহট, সি.আই.ডি এবং ক্রাইম প্যাট্রোলে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন। ২০১০ সালে সাহারা ওয়ান টিভ চ্যানেলে সম্প্রচারিত মাতা কি চৌকি টিভি ধারাবাহিকে তিনি সবিতা বিষ্ণু নারায়ন চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১২ সালে তিনি কালারস টিভির বানী ইস্ক দা কলমা ধারাবাহিকে মিসেস সিং, স্টার প্লাসের অর্জুন ধারাবাহিকের ৮৫ তম পর্বে পুস্পা ছাবরিয়া এবং লাইফ ওকের দেবো কে দেব মহাদেব ধারাবাহিকে মহারানী সুমিত্রার ভূমিকায় অভিনয় করেছিলেন।

টেলিভিশন

[সম্পাদনা]
বছর ধারাবাহিক ভূমিকা
২০০৬–২০০৭ ব্যারিস্টার রায়[][]
২০০৭ আহট সলোনির সহকর্মী (পর্ব ১)
অমৃতা (পর্ব ১১)
রিয়া (পর্ব ১৬)
২০০৭ সি.আই.ডি. কার্তিকা (পর্ব ৪৭৮)
পর্ব ৪৮৮
২০০৮ পর্ব ৫০৪
২০১০–২০১১ মাতা কি চৌকি সবিতা বিষ্ণু নারায়ণ
২০১১–২০১২ ডোন্ট ওয়ারি চাচু রেখা চিরাগ দেশাই
২০১২ ক্রাইম প্যাট্রোল[]
২০১২–২০১৬ সাবধান ইন্ডিয়া আমনদীপ[] (পর্ব ৬৫ ও পর্ব ৬৬)
উমা (পর্ব ৪১) []
অর্চনা অরবিন্দ গুপ্ত (পর্ব ১৮২)
সুমন (পর্ব ৭৬৩)
শ্রদ্ধা শর্মা (পর্ব ১৩৫২)
মনিশা (পর্ব ১৫৬১)
শিল্পী (পর্ব ১৬২৮)
অমিতের স্ত্রী (পর্ব ১৬৯৪)
ড. মধু (পর্ব ১৭৭৬)
২০১৩ বানী – ইশক দা কালমা[] মিসেস সিং
অর্জুন পুষ্পা ছাবরিয়া (পর্ব ৮৫)
দেবোঁ কে দেব...মহাদেব[১০] মহারানি সুমিত্রা
২০১৪ গুস্তাখ দিল অদিতি
কবুল হ্যায়[১১] মুনিশা
২০১৫ ক্রাইম প্যাট্রোল মীনাক্ষী সুশান্ত নিকাম (পর্ব ৫২০)
২০১৭ গঙ্গা রিয়া ঝা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Happy Birthday 💐 @anushkaa999"www.instagram.com (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০
  2. "The Namesake Saga"। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১১
  3. "Happy Birthday 💐 @anushkaa999"www.instagram.com (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০
  4. "'ব্যারিস্টার রায়', একটি নতুন থ্রিলার, ১০ সেপ্টেম্বর ২০০৬ থেকে দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সিরিয়ালটি রাত ১০-১১টা স্লটে সম্প্রচারিত হবে"। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০০৬
  5. "দূরদর্শন ন্যাশনালে 'ব্যারিস্টার রায়' টিভি শো"। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০০৬
  6. "সনি টিভির ক্রাইম প্যাট্রোলে অনুষ্কা সিং"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১২
  7. "সাবধান ইন্ডিয়ায় অনুষ্কা সিং!"। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১২
  8. ভোপাতকার, তেজাশ্রী (১০ সেপ্টেম্বর ২০১২)। "সাবধান ইন্ডিয়ায় অনুষ্কা সিং ও মনমোহন তিওয়ারি"দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫
  9. "বানীতে অনুষ্কা সিং ও নতুন অভিনেতা অঙ্কিত গিল প্রবেশ করছেন"। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৩
  10. "লাইফ ওকে'র মহাদেবে কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী চরিত্রে নতুন কুইনস"। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩
  11. "লিপের পর 'কবুল হ্যায়' তে অনুষ্কা সিং যোগ দিচ্ছেন"। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৪