অনুরাধা শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুরাধা শর্মা
জন্মনলবারী, নিজপবলা, আসাম
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষাগুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া বিভাগে স্নাতকোত্তর৷
বিষয়অসমীয়া সাহিত্য

অনুরাধা শর্মা (ইংরেজি: Dr Anuradha Sarma) আসাম-এর একজন শিক্ষাবিদ, গবেষক এবং সাহিত্যিক। তিনি ২০০২ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় র অসমীয়া বিভাগে অধ্যাপনা করেছিলেন। পরবর্তী সময়ে ২০০৭ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এর আধুনিক ভারতীয় ভাষা বিভাগে যোগদান করেন। তাঁর বর্তমান পর্যন্ত ১২ টি প্রবন্ধ সংকলন, ৬ টি সম্পাদিত গ্রন্থ, ৫টি উপন্যাস, ৪টি উপন্যাসিকা, ৩টি নাটক প্রকাশ পেয়েছে। রুদ্রাণী শর্মা তাঁর ছদ্মনাম। নতুন নিনাদ পত্রিকাটিরও তিনি সম্পাদক। [১]

জন্ম এবং বংশ পরিচয়[সম্পাদনা]

অনুরাধা শর্মার জন্ম হয় ৭ জানুয়ারি, ১৯৭৩ সালে, নলবারী জেলার নিজপবলা গ্রামে। পিতার নাম গোলোকনাথ শর্মা এবং মায়ের নাম জানকী দেবী।

শিক্ষা[সম্পাদনা]

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ। তাঁর ডক্টরেট ডিগ্রীর জন্য নির্বাচিত গবেষণার বিষয়- ‘বাণীকান্ত কাকতিঃ জীবন এবং কৃতি’। [২]

কর্মজীবন[সম্পাদনা]

অনুরাধা শর্মা ২০০২ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়-এর অসমীয়া বিভাগে অধ্যাপনা করেছিলেন এবং পরবর্তী সময়ে ২০০৭ সালের এপ্রিল মাসে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এর আধুনিক ভারতীয় ভাষা বিভাগে যোগদান করেন।

সাহিত্য চর্চা[সম্পাদনা]

গ্রন্থ[সম্পাদনা]

  • বাণীকান্ত কাকতি ও জীবন এবং কৃতি; নভেম্বর ২০১৫ সাল (দ্বিতীয় সংস্করণ), ভবানী বুকস
  • অন্বেষণঃ সাহিত্য এবং চেতনা; ২০১২ সাল, ভবানী প্রিন্ট এন্ড পাব্লিকেশন
  • সংহতি এবং অসমীয়া ভাষা; ২০১২ সাল, ভবানী প্রিন্ট এন্ড পাব্লিশন
  • গরাখহনীয়া; ২০১২ সাল, নিনাদ
  • কালান্তরর কান্ডারী, ২০১৪, চন্দ্র প্রকাশ
  • শৈলী এবং শৈলীবিজ্ঞান, বান্ধব; ২০১৫ সাল (তৃতীয় সংস্করণ), পানবাজার গুয়াহাটি
  • বরেণ্য লেখক বাণীকান্ত কাকতি, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রকাশন বিভাগ, ২০১৫
  • নারী পরিসর; ২০১৫ সাল, বিশাল প্রকাশন
  • সমাজভাষাবিজ্ঞান পরিচয়; মে' ২০১৬ সাল, বান্ধব
  • সাহিত্যর সত্তানুসন্ধানঃ মাটি থেকে জাতিলৈ; জুন ২০১৮ সাল, রেখা প্রকাশন
  • তুলনাত্মক ভারতীয় সাহিত্য প্রকল্প এবং প্রয়ােগ; ছেপ্টেম্বর ২০১৮ সাল, চন্দ্র প্রকাশ
  • Banikanta Kakati, Makers of Indian Literature, Published by Sahitya Akademi, 2016

সম্পাদিত গ্রন্থ[সম্পাদনা]

  • ভাষাবিজ্ঞান পারিভাষিক কোষ (যৌথভাবে); জানুয়ারি ২০০৮ সাল, অসমীয়া বিভাগ, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়
  • মুক্তিদেউলর রূপকার (যৌথভাবে); ডিসেম্বর ২০০৮ সাল, জ্যোতি প্রকাশন
  • আধুনিকতার অধিনায়ক সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়া, ২০১৪ সাল, জ্যোতি প্রকাশন
  • আসাম বিদ্যা, ২০১৫ সাল, নিনাদ
  • মানবতার সপক্ষে সংকীর্ণতার বিপক্ষে এমুঠি অসমীয়া গল্প; ২০১৭ সাল, অসমীয়া সাহিত্য সম্মিলনী
  • সারস্বত সাধক সত্যেন্দ্রনাথ শর্মা (যৌথভাবে); নভেম্বর ২০১৬ সাল, আধুনিক ভারতীয় ভাষা এবং সাহিত্য অধ্যয়ন বিভাগ, গুয়াহাটি

সৃষ্টিশীল রচনা[সম্পাদনা]

অনুরাধা শর্মা সৃষ্টিশীল রচনা করেন রুদ্রাণী শর্মা নামে। তাঁর প্রকাশিত উপন্যাস-

  • উত্তরকাল; ২০১৪ সাল, আঁকবাক[৩]
  • দমিতার দস্তাবেজ; ২০১৫ সাল, জ্যোতি প্রকাশন
  • লৌহিত্য তীরর অমৃত গাথা; ২০১৬ সাল, বিশাল প্রকাশন
  • পাণবজারর পান্ডুলিপি; ২০১৭ সাল, চন্দ্র প্রকাশ
  • কাঁহিবুনের মালিতা; ২০১৮ সাল, পূর্বায়ণ[৪]

নাটক[সম্পাদনা]

  • জনকনন্দিনী
  • লালচুর্ণী
  • কালচক্র

পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]

  • মাতঙ্গিনী হাজেরা মহিলা সচেতনতা পুরস্কার, ২০১৭
  • শ্বহীদ ওমর আলী ভাষা সম্মান, ২০১৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মুক্তি দেউলর রূপকার, সম্পাদক-অনুরাধা শর্মা, দিলীপ বরা, জ্যোতি প্রকাশন, ২০০৯, পৃষ্ঠা-১৭৫
  2. মুক্তি দেউলর রূপকার, পৃষ্ঠা-১৭৫
  3. নন্দ সিং বরকলা:উত্তরকাল:অনবদ্য বর্ণনশৈলীর অনুপম উপন্যাস,পৃষ্ঠা 107-108,গরীয়সী,জুলাই 2014
  4. জয়ন্ত দত্ত,গীতাশ্রী শইকীয়া (সম্পাদনা): একবিংশ শতকের অসমীয়া উপন্যাস,আসাম বুক ট্রাস্ট