অনুরাধার দেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুরাধার দেশ
লেখকফণীন্দ্র কুমার দেবচৌধুরী
প্রচ্ছদ শিল্পীদিগন্ত শর্মা
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
বিষয়সামাজিক
প্রকাশকবাণী প্রকাশ প্রাইভেট লিমিটেড
প্রকাশনার তারিখ
১৯৮৯
মিডিয়া ধরনছাপা (পকাবন্ধা)
পৃষ্ঠাসংখ্যা২৭৫
আইএসবিএন৮১-৭৬৪৩-০৬৪-১

অনুরাধার দেশ উড়িষ্যার বঙ্গোপসাগরের তৈল অনুসন্ধান ক্ষেত্রেরপটভূমিতে রচিত একটি ভিন্নধর্মী অসমীয়া উপন্যাস। উপন্যাসটির লেখক ফণীন্দ্র কুমার দেবচৌধুরী। এটি দেবচৌধুরীর প্রথম উপন্যাস। অনুরাধার দেশ এর জন্য লেখকেল ১৯৯৩ সালের বিষ্ণুরাভা পুরস্কার লাভ করেন।[১] প্রথমাবস্থায় উপন্যাসটি প্রান্তিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছিল।[২] লেখক প্রথম খণ্ডটি ভ্রমণকাহিনী হিসাবে প্রান্তিকে লিখে পাঠান। প্রান্তিকের মুখ্য সম্পাদক ড° ভবেন্দ্রনাথ শইকীয়া এবং প্রদীপ নাথর সাথে হওয়া আলোচনামর্মে তিনি নিজের চাকরে জীবনের অভিজ্ঞতা উপন্যাস হিসাবে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নেন।[৩] অনুরাধার দেশ উড়িয়া এবং হিন্দী ভাষাতেও অনুবাদ করার ব্যবস্থা করা হয়েছে।[৪]

চরিত্র[সম্পাদনা]

  • অরুণাভ: উপন্যাসের প্রধান চরিত্র, তৈল কোম্পানীর চাকরেজীবী। চাকরের তাগিদে গৃহরাজ্য আসাম ছেড়ে উড়িষ্যাত আছেহি।
  • অনুরাধা: উপন্যাসের নায়িকা, এক উড়িয়া যুবতী। তিনি অরুণাভর বিশ্ববিদ্যালয়র সহপাঠী। তথ্যচিত্রের নির্মাণ কার্যে কর্মরত।
  • নীরেন: অরুণাভর সহকর্মী।
  • রূপালী: নীরেনের পত্নী। এক অবাঞ্ছিত মুহূর্ত্তে তিনি অরুণাভর কাছে স্বামীর থেকে না পাওয়া শারীরিক সান্নিধ্য চান।
  • মিষ্টার মেহরা: ভুবনেশ্বরের অফিসের প্রকল্প ম্যানেজার। পত্নী এলিনার সাথে তাঁর বিচ্ছেদ ঘটেছে।
  • ডেনিছ: এক বিদেশী যুবক, জাহাজ পরিবহন বিশেষজ্ঞ।
  • মিছেছ ডালভি: অরুণাভর অফিসের একজন সেক্রেটেরি। পরে ডেনিছের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং দুজনে একসাথে থাকতে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অনুরাধার দেশ, প্রথম পাতা।
  2. অনুরাধার দেশ, পৃষ্ঠা [৮]
  3. অনুরাধার দেশ, পৃষ্ঠা [১২], [১৫]
  4. অনুরাধার দেশ, পৃষ্ঠা [৯], [১০]