অদিতি শর্মা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অদিতি শর্মা (অভিনেতা) থেকে পুনর্নির্দেশিত)
অদিতি শর্মা
জন্ম
অদিতি শর্মা

(1983-08-24) ২৪ আগস্ট ১৯৮৩ (বয়স ৪০)[১]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনয়শিল্পী, মডেল
কর্মজীবন২০০৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীসরওয়ার আহুজা (বি. ২০১৪)[২][৩]
সন্তান

অদিতি শর্মা (জন্ম : ২৪শে আগস্ট ১৯৮৩) একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তিনি অ্যান্ডটিভি চ্যানেলের গঙ্গা ধারাবাহিকে গঙ্গা শুক্লার চরিত্রে এবং কালার টিভি চ্যানেলের সিলসিলা বদলতে রিশ্তো কা ধারাবাহিকে অভিনয় করার জন্য পরিচিত হয়েছেন। যদিও তাঁর সাধারণ চেহারার জন্য তাঁকে প্রথমদিকে অনেক চরিত্র নির্বাচক (কাস্টিং ডিরেক্টর) নিতে অস্বীকার করেছিলেন, কিন্তু এখন অদিতি অনেক পণ্যের মুখপাত্র হয়ে উঠেছেন। তিনি ডমিনোস, তানিশক, নিকন, এভার ইউথ, ফেয়ার অ্যান্ড লাভলী, প্যারাসুট অয়েল, ব্রিটানিয়া, এমটিআর, ব্যাংক অফ ইন্ডিয়া, রিলায়েন্স, টাটা, স্টেফ্রি, ইন্ডিয়া ফার্স্ট ইন্স্যুরেন্স, সানফিস্ট, মারুতি, মুভ, ব্রুক বন্ড সহ বেশ কয়েকটি বড়ো কোম্পানির মডেল হয়েছেন। এছাড়াও তিনি স্টার প্লাস চ্যানেলের প্রচার অনুষ্ঠানেও থাকেন। অদিতি 'খান্না অ্যান্ড আইয়ার (২০০৭) ছবির মাধ্যমে বলিউডে (হিন্দি চলচ্চিত্রে) আত্মপ্রকাশ করেছিলেন এবং একই বছরে তাঁর কুছ খাট্টা কুছ মিঠাও মুক্তি পেয়েছিল। সুভাষ ঘাইয়ের ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট (২০০৮)তাঁকে প্রচারের আলোয় এনেছিল। ২০১১ সালে, তিনি লেডিস ভার্সেস রিকি বহল চলচ্চিত্রে একটি সমালোচনামূলক ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেটি যথেষ্ট প্রশংসা পেয়েছিল। এর পরে তিনি মৌসম (২০১১) চলচ্চিত্রে একটি প্রাণবন্ত মেয়ের চরিত্র অভিনয় করেছিলেন। অদিতি টলিউড (তেলুগু) চলচ্চিত্রেও কাজ করেছেন: গুন্ডে জল্লুমান্ডি (২০০৮), ওম শান্তি (২০১০) এবং বাবলু (২০১১)।[৪]

কর্ম জীবন[সম্পাদনা]

২০০৪ সালে জি টিভিতে প্রচারিত প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ইন্ডিয়া'স বেস্ট সিনেস্টারস কি খোজ এর বিজেতা ছিলেন অদিতি।

তিনি টাটা স্কাই, ডোমিনো'স পিজা, কোলগেট, ফেয়ার অ্যান্ড লাভলী, প্যারাসুট অয়েল, ব্যাংক অব ইন্ডিয়া, স্টেফ্রি, তানিশক, মুভ, ডাবর মধু, তাজা চা, ব্রিটানিয়া, রিলায়েন্স এবং টাটা ভেনচারের মত কোম্পানীর পণ্যের বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন।[৫]

২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শর্মা অ্যান্ডটিভি চ্যানেলে প্রচারিত গঙ্গা ধারাবাহিকে আইনজীবী গঙ্গা শুক্লার চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন বিশাল বশিষ্ঠ এবং শক্তি আনন্দ। ২০১৮ সাল থেকে ২০১৯ সাল অবধি তিনি কালার টিভি চ্যানেলে সিলসিলা বদলতে রিশ্তো কা ধারাবাহিকে ডাক্তার মৌলীর চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে ছিলেন শক্তি অরোরা এবং কিংশুক মহাজন

সাত উচাক্কে ধারাবাহিকে সোনার ভূমিকাকে সমালোচকরা খুব প্রশংসা করেছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

অদিতি শর্মা ১৯৮৩ সালের ২৪শে আগস্ট লখনউতে এক ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর বাবা ও মায়ের নাম যথাক্রমে ড. দেবিন্দর দেব শর্মা এবং অনিলা শর্মা। তাঁর এক বোন শ্বেতা শর্মা এবং এক ভাই ভব্য শর্মা। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে লখনউয়ের শ্রী ভেঙ্কটেশ্বর কলেজে থেকে বি.কম পড়াশোনা শেষ করেছিলেন। ২০১৪ সালের ৩০শে নভেম্বর তিনি তাঁর প্রেমিক সরওয়ার আহুজাকে বিবাহ করেছিলেন। ২০০৪ সালে জি টিভির ইন্ডিয়া'স বেস্ট সিনেস্টারস কি খোজ অনুষ্ঠানে তাঁর সাথে আহুজার দেখা হয়েছিল এবং তাঁরা দুজনে মিলে এই শোটি জিতেছিলেন। তাঁরা বিবাহের আগে প্রায় ৭ বছর ধরে মেলামেশা করেছিলেন। ২০১৯ সালের ১৬ই নভেম্বর তাঁদের একটি পুত্র সন্তান জন্মায়, যার নাম তাঁরা রেখেছেন সরতাজ আহুজা।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ১৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১০ 
  2. "Revealed: Aditi Sharma and sarwar ahuja are married"। Tellychakkar। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬ 
  3. "Real life couple Aditi and Sarwar pair up for a TV show"The Times of India। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬ 
  4. "Adorable Aditi"। Archived from the original on ১১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০ 
  5. "Aditi Sharma"Indian Ad Divas। ২ আগস্ট ২০১৩। ১১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]