অতুলকৃষ্ণ গোস্বামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অতুলকৃষ্ণ গোস্বামী (১৮৬৭ – ১৯৪৬) একজন বাঙালি বৈষ্ণব গবেষক ও লেখক।

জীবনী[সম্পাদনা]

অতুলকৃষ্ণ গোস্বামী ব্রিটিশ ভারতে, কলকাতার সিমুলিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহেন্দ্রনাথ গোস্বামী। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন তিনি। বৈষ্ণব গ্রন্থ গবেষণার উপযোগী করে সম্পাদনাকাজে তিনি পারদর্শী ছিলেন। তার রচিত গ্রন্থগুলি হল ভক্তের জয়, তুলসীমঞ্জরী, শ্রীশ্রীচৈতন্যাষ্টক ইত্যাদি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অতুলকৃষ্ণ গোস্বামী - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬