বিষয়বস্তুতে চলুন

অতিমুদ্রাস্ফীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০২০ (নোটে "শত মিলিয়ন বিলিয়ন") পেঙ্গো, হাঙ্গেরিতে প্রচলিত সর্বোচ্চ এককের ব্যাংকনোট, ১৯৪৬। ১০২১ ("মিলিয়ার্ড বিলিয়ন") পেঙ্গোর নোট মুদ্রিত হয়েছিল, কিন্তু চালু হয়নি।

অতিমুদ্রাস্ফীতি (ইংরেজি: hyperinflation) অত্যন্ত উচ্চহারের ও সাধারণত ত্বরাণ্বিত গতির মুদ্রাস্ফীতি। সমস্ত পণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে এটি স্থানীয় মুদ্রার বাস্তব মূল্যের দ্রুত অবক্ষয়সাধন করে। এর ফলে জনগণ ঐ মুদ্রার স্বত্বাধিকার কমিয়ে সাধারণত আরও সুস্থিত বিদেশি মুদ্রায় পরিবর্তন করে।[] মূলধনের কার্যকর নিয়ন্ত্রণ ও মুদ্রা উপকল্পন স্বল্পমেয়াদি অতিমুদ্রাস্ফীতি সমাপ্তির প্রচলিত সমাধান, কিন্তু এই নীতিগুলির পিছনে গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক মূল্য রয়েছে।[] এই সমাধানগুলির ব্যর্থ বাস্তবায়ন অতিমুদ্রাস্ফীতিকে উত্তেজিত করে। বিভিন্ন রাষ্ট্রশক্তি এইসব সমাধানের দিকে না ঝুঁকে সাংগঠনিক সমস্যাকে সমাধান করার চেষ্টা করে, যাতে একইসঙ্গে মুদ্রাস্ফীতির হার ধীরগতিতে কমে এবং পরবর্তী অর্থনৈতিক ধাক্কার সামাজিক মূল্য কমে।

নিম্ন মুদ্রাস্ফীতিতে মূল্যবৃদ্ধির প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং আগেকার বাজারদর চর্চাকারী ছাড়া সাধারণদের পক্ষে উল্লেখযোগ্য নয়, কিন্তু অতিমুদ্রাস্ফীতিতে দ্রুতহারে ও নিরবিচ্ছিন্নভাবে বাজারদর, পণ্যের মূল্য ও মুদ্রার সরবরাহ বৃদ্ধি পায়।[] তবে সাধারণত মুদ্রার সরবরাহের তুলনায় বাজারদর আরও দ্রুতহারে বৃদ্ধি পায়, কারণ জনগণ যত দ্রুত সম্ভব এই অবমূল্যায়িত মুদ্রার কবল থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করবে। এর ফলে মুদ্রার বাস্তব ভাণ্ডার (প্রচলিত মুদ্রার পরিমাণমূল্যের স্তর) যথেষ্টভাবে কমে যায়।[]

প্রভাব

[সম্পাদনা]

অতিমুদ্রাস্ফীতি শেয়ার বাজারের মূল্য বৃদ্ধি করে, সরকারি ও বেসরকারি সঞ্চয়ের ক্রয়ক্ষমতা প্রায় শূন্য হয়ে যায়, অর্থনীতিকে স্থাবর সম্পত্তি রক্ষণের দিকে বিকৃত করে, মুদ্রার ভিত্তিকে দেশত্যাগ করে এবং পীড়িত দেশটি বিনিয়গের পক্ষে ঘৃণ্য হয়ে ওঠে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. O'Sullivan, Arthur; Sheffrin, Steven M. (২০০৩)। Economics: Principles in action। Upper Saddle River, New Jersey: Pearson Prentice Hall। পৃ. ৩৪১, ৪০৪। আইএসবিএন ০-১৩-০৬৩০৮৫-৩
  2. Berg, Andrew; Borensztein, Eduardo (ডিসেম্বর ২০০০)। "Full Dollarization: The Pros and Cons"International Monetary Fund। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩
  3. Bowyer, Jerry (৯ আগস্ট ২০১২)। "Where's the Hyperinflation?"Forbes। ২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. Bernholz, Peter 2003, chapter 5.3

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া কমন্সে Hyperinflation সম্পর্কিত মিডিয়া দেখুন।