অক্ষ (জীববিজ্ঞান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুনো টার্কির পালকের কালো অক্ষ
অক্ষকে কেন্দ্র করে একগুচ্ছ ফুল

জীববিজ্ঞানে অক্ষ বলতে একটি নির্দিষ্ট ধারক বা দণ্ডকে বোঝায়। প্রাণীবিজ্ঞানের চেয়ে উদ্ভিদবিজ্ঞানে অক্ষ শব্দটি বেশি ব্যবহৃত হয়।

প্রাণীবিজ্ঞানে অক্ষ[সম্পাদনা]

মেরুদণ্ডী প্রাণীতে অক্ষ বলতে মূলত মেরুদণ্ডকে বোঝায়। কারণ মেরুদণ্ড বক্ষাস্থিচক্রকে ধারণ করে এবং শ্রোণীচক্রের সাথে যুক্ত থাকে। এছাড়া পালকের বার্বসমূহের মধ্যবর্তী দণ্ডকে অক্ষ বলে। অক্ষ সাইটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে।[১]

উদ্ভিদবিজ্ঞানে অক্ষ[সম্পাদনা]

ফার্নের যৌগিকপত্র ও তার অক্ষ

উদ্ভিদের ক্ষেত্রে কোন যৌগিক গঠনের মধ্যবর্তী দণ্ডকে অক্ষ বলে। কোন একটি যৌগিক পত্রের মধ্যবর্তী দণ্ডকেও অক্ষ বলা হয়।। আবার গুচ্ছ পুষ্পের ধারককেও অক্ষ বলে। ফসলের শিষের ধারকও অক্ষ নামে পরিচিত।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Tim Schedl (৯ আগস্ট ২০১২)। Germ Cell Development in C. elegans। Springer। পৃষ্ঠা 11। আইএসবিএন 978-1-4614-4015-4। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৩