ক (দেবনাগরী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
( থেকে পুনর্নির্দেশিত)

() (कवर्ण কবর্ণ) দেবনাগরী ক ব্যঞ্জন বর্ণমালার প্রথম অক্ষর। ক অক্ষরের উৎস ব্রাহ্মী অক্ষর 𑀓 (ka), যা গুপ্ত লিপির অক্ষর হিসেবে কিছুটা পরিবর্তিত হয়ে দেবনাগরী হিন্দি: ’র রূপ নিয়েছে। এর থেকে উদ্ভূত হওয়া অক্ষর গুজরাটী অক্ষর হল এবং মোদী অক্ষর 𑘎।

ব্যবহার[সম্পাদনা]

দেবনাগরী ক’কে [kə] এবং কোনো কোনো ক্ষেত্রে [k] উচ্চারণ করা হয়। নিচের উদাহরণে ‘‘क’’র অন্তর্নিহিত স্বরধ্বনিও উচ্চারণ করা হয়:

নিচের উদাহরণে ‘‘क’’র অন্তর্নিহিত স্বরধ্বনিও উচ্চারণ করা হয় না:

क’র সাথে স্বরচিহ্ন

ফার্সি এবং আরবী ভাষা থেকে নেয়া কোনো কোনো শব্দের প্রকৃত উচ্চারণের অধিক চাপ বোঝানোর জন্য দেবনাগরী ক’র সাথে নুক্তা(বিন্দু) প্রয়োগ করা হয়।

क’র যুক্তাক্ষর[সম্পাদনা]

  • क + त(t̪) এ অস্বাভাবিক রূপের সাথে kt̪ প্রদান করে

  • क + ष(ʂ) এ অস্বাভাবিক রূপের সাথে kʂ প্রদান করে

  • ङ(ŋ) + क এ ŋk দিয়ে যুক্ত ङ क’র ওপরে থাকে

  • क + ख(kʰ) এ kkʰ দিয়ে যুক্ত দেবনাগরী ক দেবনাগরী খ’র ওপরে থাকে
  • क + ल(l̪) এ kl̪ দিয়ে যুক্ত क ल’র ওপরে থাকে
  • क + व(ʋ) এ kʋ দিয়ে যুক্ত क व’র ওপরে থাকে
  • क + न(n̪) এ kn̪ দিয়ে যুক্ত न বিপরীত দিকে করে क’র নিচে দেয়া হয়।

আর্যভট্টের ব্যবহার[সম্পাদনা]

ভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। क’র বিভিন্ন রূপের মূল্যসমূহ নিচে দেয়া হল--

  • [kə] = ১ (१)
  • कि [ki] = ১০০ (१००)
  • कु [ku] = ১০,০০০ (१० ०००)
  • कृ [kṛ] = ১,০০০,০০০ (१० ०० ०००)
  • कॢ [kḷ] = ১০×১০ (१०)
  • के [keː] = ১০×১০১০ (१०१०)
  • कै [kəi] = ১০×১০১২ (१०१२)
  • को [koː] = ১০×১০১৪ (१०१४)
  • कौ [kəu] = ১০×১০১৬ (१०१६)

তবলায়[সম্পাদনা]

क (ক), कि (কি), क (কে) তবলার বাম হাতে বাজানো একটি বোল।

কম্পিউটিং কোড[সম্পাদনা]

স্বতন্ত্র[সম্পাদনা]

অক্ষর
ইউনিকোড নাম দেবনাগরী অক্ষর क
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2325 U+0915
ইউটিএফ-৮ 224 164 149 E0 A4 95
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র क क

নির্ভরশীল[সম্পাদনা]

অক্ষর
ইউনিকোড নাম দেবনাগরী স্বর বৈশিষ্ট্যসূচক চিহ্ন क
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 2381 U+094D
ইউটিএফ-৮ 224 165 141 E0 A5 8D
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ् ्

ঊর্ধ্বলিপি[সম্পাদনা]

অক্ষর
ইউনিকোড নাম দেবনাগরী স্বর বৈশিষ্ট্যসূচক চিহ্ন क
এনকোডিং দশমিক হেক্স
ইউনিকোড 43244 U+A8EC
ইউটিএফ-৮ 234 163 172 EA A3 AC
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র ꣬ ꣬

তথ্যসূত্র[সম্পাদনা]